Ajker Patrika

বাবরকে ‘ওপেন চ্যালেঞ্জ’ জানালেন পাকিস্তানের সাবেক ব্যাটার

আপডেট : ১০ মে ২০২৪, ১৫: ২৩
বাবরকে ‘ওপেন চ্যালেঞ্জ’ জানালেন পাকিস্তানের সাবেক ব্যাটার

যাকে বলে একেবারে ‘ওপেন চ্যালেঞ্জ’—বাবর আজমকে সেটিই ছুড়ে দিয়েছেন বাসিত আলী। কী সেই চ্যালেঞ্জ? পাকিস্তান অধিনায়ককে টানা ৩ বলে ৩টি ছক্কা মারতে হবে। যদি বাবর সেটি করে দেখাতে পারেন, তবে নিজের ইউটিউব বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন বাসিত। 

টি-টোয়েন্টিতে শীর্ষ ব্যাটারদের একজন বাবর। সীমিত ওভারের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চারে আছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে এই ডানহাতি ব্যাটারের স্ট্রাইকরেট (১২৯.৪১) নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বাবরের ব্যাটিং নিয়ে সমালোচকদের একজন বাসিত। সম্প্রতি পাকিস্তানের সাবেক এই ব্যাটার সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন বাবরকে। 

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বাবরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বাসিত বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের মতো দলের বিপক্ষে নয়, শীর্ষ দলের বিপক্ষে বাবর আজম টানা তিনটি ছক্কা মেরে দেখাক। যদি বাবর সেটি করতে পারে, আমি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেব। বাবর এই চ্যালেঞ্জ গ্রহণ করলে জানাক। যদি না পারে, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ওপেন করা উচিত নয়।’ 

এই চ্যালেঞ্জ নিয়ে বাবর এখনো কিছু বলেননি। গত মাসে পাকিস্তানের নেতৃত্ব ফিরে পেয়েছেন তিনি। অধিনায়কত্ব করবেন জুনের যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেও। তবে বাবর এখন ব্যস্ত আয়ারল্যান্ড সিরিজ নিয়ে। বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য আয়ারল্যান্ড সফরে গেছে পাকিস্তান। ডাবলিনে আজ থেকে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

৫৩ বছর বয়সী বাসিত ১৯৯৩-৯৬ পর্যন্ত পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট ও ৫০টি টেস্ট খেলেছেন। ৪৭.৫৮ স্ট্রাইকরেট ২৬.৮১ গড়ে টেস্টে ৮৫৮ এবং ওয়ানডেতে ৭৫.৭৯ স্ট্রাইকরেট ও ৩৪.১৮ গড়ে ১২৬৫ রান করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত