রানা আব্বাস, ঢাকা
মোস্তাফিজুর রহমানের মেজাজটা বেশ চড়ে আছে! ঘটনা কী? টানা চার মাস পর জৈব সুরক্ষাবলয় থেকে বেরিয়েই গত পরশু সড়কপথে ছুটে গেছেন সাতক্ষীরায় নিজ গ্রামে। রাস্তায় একটা ভাঙা সেতু পেরোতে গিয়ে বাড়িতে পৌঁছাতে ৮-৯ ঘণ্টার জায়গায় লেগে গেছে ১২-১৩ ঘণ্টা।
গতকাল সকালে যখন মোবাইল ফোনে প্রথম কথা হলো, ভ্রমণক্লান্তি তখনো কাটেনি। যেহেতু ‘কথা বলার মুডে নেই’, অগত্যা মোস্তাফিজকে আবার মোবাইল ফোনে ধরতে হলো বিকেলে। এবার তাঁর মেজাজটা বেশ ফুরফুরে! ফুরফুরে তো হবেই। এবার তিনি আছেন তাঁর অন্যতম প্রিয় মাছের ঘেরে। অস্ট্রেলিয়া সিরিজটা দুর্দান্ত গেছে। ২২ গজে উইকেট শিকারের পর মোস্তাফিজ এখন ব্যস্ত মাছ শিকারে।
‘ঘেরে জাল মারা হচ্ছে। ভালোই মাছ উঠছে। এখন নতুন একটা মাছ উঠেছে। চিতাবাঘের মতো গায়ের রং। এর কাঁটা ফুটলে এতটা যন্ত্রণা করে!’—মুহূর্তেই মোস্তাফিজ সেটির ছবিও পাঠিয়ে দিলেন। মাছের কাঁটার মতো তিনিও এবার ‘যন্ত্রণা’ দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। অস্ট্রেলিয়ানদের কাছে বিরাট এক গোলকধাঁধাই হয়ে গেছে মোস্তাফিজের বোলিং।
নিশ্চিত এই সিরিজে অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গারের নোটবুকের বড় অংশজুড়ে লেখা হয়েছে বাঁহাতি পেসারের নাম। অস্ট্রেলিয়া দলকে নিয়ে যদি আবারও কোনো ওয়েব সিরিজ তৈরি হয়, হয়তো সেখানে ল্যাঙ্গার খুলে বলবেন কীভাবে ফিজ নাচিয়ে ছেড়েছেন তাঁর শিষ্যদের!
সর্বশেষ জিম্বাবুয়ে সফরে মনটা খারাপই ছিল মোস্তাফিজের। পায়ের চোটটা বড় ভুগিয়েছে তাঁকে। চোট সামলে খেলার সুযোগই পেয়েছেন একটা ম্যাচ। কিন্তু মনে মনে তিনি তৈরি হচ্ছিলেন অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে। দেশে ফিরেই কাজ করেছেন, দ্রুত চোট কাটিয়ে ফিরেছেন মাঠে। এরপর? অস্ট্রেলিয়াকে প্রায় প্রতি ম্যাচেই কাঁপিয়ে ছেড়েছেন। বিশেষ করে সিরিজ নিশ্চিত করা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে। ১২ বলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৩ রান। ১৯তম ওভারে মোস্তাফিজ দিয়েছিলেন মাত্র ১ রান। ওখানেই ম্যাচ ঘুরে গেছে। বাংলাদেশ ম্যাচটা জিতে যায় ১০ রানে।
আবেগ নিয়ন্ত্রণে সাকিব আল হাসানের ‘কার্বন কপি’ মোস্তাফিজ। সেই মোস্তাফিজও সিরিজ জেতার পর আবেগ ধরে রাখতে পারেননি। দ্রুত জয়ের স্মারক হিসেবে একটা স্টাম্প নিজের সংগ্রহে রেখেছেন। বলেছেন, ‘সারা জীবনের গল্প হয়ে থাকবে এটা। অস্ট্রেলিয়া-ভারত-ইংল্যান্ডের মতো দলকে কি প্রতি ম্যাচে হারানো যায়? এই সুযোগ সব সময় আসে না!’
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ব্যাটিং বিপর্যয়ে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলা মাহমুদউল্লাহ। তবে ম্যাচের পর নাকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মোস্তাফিজকে বলেছেন, ‘আমার চোখে তুমিই ম্যান অব দ্য ম্যাচ!’ মজার ব্যাপার, সিরিজজুড়ে দুর্দান্ত বোলিং করা মোস্তাফিজের হাতে ওঠেনি একটিও ম্যান অব দ্য ম্যাচ কিংবা সিরিজসেরার পুরস্কার। সেটি নিয়ে অবশ্য তাঁর আফসোসও নেই। মোস্তাফিজের কাছে বাংলাদেশ দলের সাফল্যই শেষ কথা, ‘দল প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে। এতেই খুশি। আর দল ভালো করেছে মানে বুঝতে হবে আমাদের প্রসেসটা ঠিক ছিল।’
মোস্তাফিজ ‘প্রসেস’ ঠিক রাখতে চান সামনের নিউজিল্যান্ড সিরিজেও। তার আগে কটা দিন নিজের মতো করে কাটাতে চান গ্রামের বাড়িতে। মাঠের ক্রিকেটের চেয়ে এখন কঠিন হয়ে গেছে জৈব সুরক্ষাবলয় নামের খাঁচার মধ্যে থাকাটা। এই খাঁচায় ফের বন্দী হওয়ার আগে মোস্তাফিজ কটা দিন বুকভরে নিশ্বাস নিতে চান তাঁদের সবুজ গ্রামটায়। আর ব্যস্ত থাকতে চান মাছ শিকারে। মাছ শিকার শেষে যে আবার শুরু করতে হবে উইকেট শিকার!
মোস্তাফিজুর রহমানের মেজাজটা বেশ চড়ে আছে! ঘটনা কী? টানা চার মাস পর জৈব সুরক্ষাবলয় থেকে বেরিয়েই গত পরশু সড়কপথে ছুটে গেছেন সাতক্ষীরায় নিজ গ্রামে। রাস্তায় একটা ভাঙা সেতু পেরোতে গিয়ে বাড়িতে পৌঁছাতে ৮-৯ ঘণ্টার জায়গায় লেগে গেছে ১২-১৩ ঘণ্টা।
গতকাল সকালে যখন মোবাইল ফোনে প্রথম কথা হলো, ভ্রমণক্লান্তি তখনো কাটেনি। যেহেতু ‘কথা বলার মুডে নেই’, অগত্যা মোস্তাফিজকে আবার মোবাইল ফোনে ধরতে হলো বিকেলে। এবার তাঁর মেজাজটা বেশ ফুরফুরে! ফুরফুরে তো হবেই। এবার তিনি আছেন তাঁর অন্যতম প্রিয় মাছের ঘেরে। অস্ট্রেলিয়া সিরিজটা দুর্দান্ত গেছে। ২২ গজে উইকেট শিকারের পর মোস্তাফিজ এখন ব্যস্ত মাছ শিকারে।
‘ঘেরে জাল মারা হচ্ছে। ভালোই মাছ উঠছে। এখন নতুন একটা মাছ উঠেছে। চিতাবাঘের মতো গায়ের রং। এর কাঁটা ফুটলে এতটা যন্ত্রণা করে!’—মুহূর্তেই মোস্তাফিজ সেটির ছবিও পাঠিয়ে দিলেন। মাছের কাঁটার মতো তিনিও এবার ‘যন্ত্রণা’ দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। অস্ট্রেলিয়ানদের কাছে বিরাট এক গোলকধাঁধাই হয়ে গেছে মোস্তাফিজের বোলিং।
নিশ্চিত এই সিরিজে অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গারের নোটবুকের বড় অংশজুড়ে লেখা হয়েছে বাঁহাতি পেসারের নাম। অস্ট্রেলিয়া দলকে নিয়ে যদি আবারও কোনো ওয়েব সিরিজ তৈরি হয়, হয়তো সেখানে ল্যাঙ্গার খুলে বলবেন কীভাবে ফিজ নাচিয়ে ছেড়েছেন তাঁর শিষ্যদের!
সর্বশেষ জিম্বাবুয়ে সফরে মনটা খারাপই ছিল মোস্তাফিজের। পায়ের চোটটা বড় ভুগিয়েছে তাঁকে। চোট সামলে খেলার সুযোগই পেয়েছেন একটা ম্যাচ। কিন্তু মনে মনে তিনি তৈরি হচ্ছিলেন অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে। দেশে ফিরেই কাজ করেছেন, দ্রুত চোট কাটিয়ে ফিরেছেন মাঠে। এরপর? অস্ট্রেলিয়াকে প্রায় প্রতি ম্যাচেই কাঁপিয়ে ছেড়েছেন। বিশেষ করে সিরিজ নিশ্চিত করা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে। ১২ বলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৩ রান। ১৯তম ওভারে মোস্তাফিজ দিয়েছিলেন মাত্র ১ রান। ওখানেই ম্যাচ ঘুরে গেছে। বাংলাদেশ ম্যাচটা জিতে যায় ১০ রানে।
আবেগ নিয়ন্ত্রণে সাকিব আল হাসানের ‘কার্বন কপি’ মোস্তাফিজ। সেই মোস্তাফিজও সিরিজ জেতার পর আবেগ ধরে রাখতে পারেননি। দ্রুত জয়ের স্মারক হিসেবে একটা স্টাম্প নিজের সংগ্রহে রেখেছেন। বলেছেন, ‘সারা জীবনের গল্প হয়ে থাকবে এটা। অস্ট্রেলিয়া-ভারত-ইংল্যান্ডের মতো দলকে কি প্রতি ম্যাচে হারানো যায়? এই সুযোগ সব সময় আসে না!’
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ব্যাটিং বিপর্যয়ে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলা মাহমুদউল্লাহ। তবে ম্যাচের পর নাকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মোস্তাফিজকে বলেছেন, ‘আমার চোখে তুমিই ম্যান অব দ্য ম্যাচ!’ মজার ব্যাপার, সিরিজজুড়ে দুর্দান্ত বোলিং করা মোস্তাফিজের হাতে ওঠেনি একটিও ম্যান অব দ্য ম্যাচ কিংবা সিরিজসেরার পুরস্কার। সেটি নিয়ে অবশ্য তাঁর আফসোসও নেই। মোস্তাফিজের কাছে বাংলাদেশ দলের সাফল্যই শেষ কথা, ‘দল প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে। এতেই খুশি। আর দল ভালো করেছে মানে বুঝতে হবে আমাদের প্রসেসটা ঠিক ছিল।’
মোস্তাফিজ ‘প্রসেস’ ঠিক রাখতে চান সামনের নিউজিল্যান্ড সিরিজেও। তার আগে কটা দিন নিজের মতো করে কাটাতে চান গ্রামের বাড়িতে। মাঠের ক্রিকেটের চেয়ে এখন কঠিন হয়ে গেছে জৈব সুরক্ষাবলয় নামের খাঁচার মধ্যে থাকাটা। এই খাঁচায় ফের বন্দী হওয়ার আগে মোস্তাফিজ কটা দিন বুকভরে নিশ্বাস নিতে চান তাঁদের সবুজ গ্রামটায়। আর ব্যস্ত থাকতে চান মাছ শিকারে। মাছ শিকার শেষে যে আবার শুরু করতে হবে উইকেট শিকার!
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
১ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৫ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৬ ঘণ্টা আগে