রাজকোট টেস্টে গতকাল দুর্দান্ত এক মাইলফলক ছুঁয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলের (৬১৯) পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটের কীর্তি গড়েছেন তিনি। কিন্তু মাইলফলকের মুহূর্তটা উপভোগ করতে পারছেন না এই অফ স্পিনার।
ভারতীয় অফ স্পিনারের মা অসুস্থ হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের মাঝপথে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অশ্বিন। তাঁর নাম প্রত্যাহারে বিষয়টি এক বিবৃতি দিয়ে গতকাল রাতে নিশ্চিত করছে বিসিসিআই। তবে তাঁর মায়ের অসুস্থতা কী ধরনের তা এখনো জানা যায়নি।
অশ্বিনের পাশে থাকার আশ্বাস দিয়ে বিসিসিআই বিবৃতিতে লিখেছে, ‘পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে টেস্ট স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই চ্যালেঞ্জিং সময়ে অশ্বিনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে বিসিসিআই। চ্যাম্পিয়ন ক্রিকেটার ও তার পরিবারের প্রতি আন্তরিক সমর্থনের হাত প্রসারিত করেছে বিসিসিআই। একজন খেলোয়াড় এবং তার প্রিয়জনের স্বাস্থ্য ও মঙ্গল কামনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশ্বিন ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ জানানো হচ্ছে।’
বিসিসিআই অশ্বিনের মায়ের অসুস্থতার কথা সরাসরি না বললেও বোর্ডের সহসভাপতি রাজিব শুক্লা নিশ্চিত করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘অশ্বিনের মায়ের দ্রুত সুস্থতা কামনা করছি। এই মুহূর্তে রাজকোট টেস্টে ছেড়ে তাকে চেন্নাইয়ে মায়ের কাছে থাকত হবে।’
ম্যাচ শেষে গতকাল ৫০০ উইকেটের মাইলফলক বাবাকে উৎসর্গ করেছেন অশ্বিন। কিন্তু আনন্দের দিনেই দুঃসংবাদ শুনেছেন। তাঁর না থাকাটা ভোগাবে ভারতকেও। কেননা, নিয়ম অনুযায়ী ৩৭ বছর বয়সী অফ স্পিনারের বদলে যিনি নেমেছেন, তিনি শুধু ফিল্ডিংটাই করতে পারবেন। সেটিও প্রতিপক্ষের অধিনায়কের অনুমতি সাপেক্ষে। ইতিমধ্যে অবশ্য দেবদূত পাড্ডিকালকে ফিল্ডিংয়ের অনুমতি দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তবে তাঁর ব্যাটিং-বোলিংয়ের অভাব থেকেই যাচ্ছে ভারতের। সেদিক থেকে টেস্টের বাকি তিন দিন ব্যাটিং-বোলিং ১০ জন নিয়েই করতে হবে স্বাগতিকদের।
রাজকোট টেস্টে গতকাল দুর্দান্ত এক মাইলফলক ছুঁয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলের (৬১৯) পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটের কীর্তি গড়েছেন তিনি। কিন্তু মাইলফলকের মুহূর্তটা উপভোগ করতে পারছেন না এই অফ স্পিনার।
ভারতীয় অফ স্পিনারের মা অসুস্থ হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের মাঝপথে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অশ্বিন। তাঁর নাম প্রত্যাহারে বিষয়টি এক বিবৃতি দিয়ে গতকাল রাতে নিশ্চিত করছে বিসিসিআই। তবে তাঁর মায়ের অসুস্থতা কী ধরনের তা এখনো জানা যায়নি।
অশ্বিনের পাশে থাকার আশ্বাস দিয়ে বিসিসিআই বিবৃতিতে লিখেছে, ‘পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে টেস্ট স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই চ্যালেঞ্জিং সময়ে অশ্বিনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে বিসিসিআই। চ্যাম্পিয়ন ক্রিকেটার ও তার পরিবারের প্রতি আন্তরিক সমর্থনের হাত প্রসারিত করেছে বিসিসিআই। একজন খেলোয়াড় এবং তার প্রিয়জনের স্বাস্থ্য ও মঙ্গল কামনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশ্বিন ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ জানানো হচ্ছে।’
বিসিসিআই অশ্বিনের মায়ের অসুস্থতার কথা সরাসরি না বললেও বোর্ডের সহসভাপতি রাজিব শুক্লা নিশ্চিত করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘অশ্বিনের মায়ের দ্রুত সুস্থতা কামনা করছি। এই মুহূর্তে রাজকোট টেস্টে ছেড়ে তাকে চেন্নাইয়ে মায়ের কাছে থাকত হবে।’
ম্যাচ শেষে গতকাল ৫০০ উইকেটের মাইলফলক বাবাকে উৎসর্গ করেছেন অশ্বিন। কিন্তু আনন্দের দিনেই দুঃসংবাদ শুনেছেন। তাঁর না থাকাটা ভোগাবে ভারতকেও। কেননা, নিয়ম অনুযায়ী ৩৭ বছর বয়সী অফ স্পিনারের বদলে যিনি নেমেছেন, তিনি শুধু ফিল্ডিংটাই করতে পারবেন। সেটিও প্রতিপক্ষের অধিনায়কের অনুমতি সাপেক্ষে। ইতিমধ্যে অবশ্য দেবদূত পাড্ডিকালকে ফিল্ডিংয়ের অনুমতি দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তবে তাঁর ব্যাটিং-বোলিংয়ের অভাব থেকেই যাচ্ছে ভারতের। সেদিক থেকে টেস্টের বাকি তিন দিন ব্যাটিং-বোলিং ১০ জন নিয়েই করতে হবে স্বাগতিকদের।
ক্রিকেটের বিশ্বায়নের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যক্রম নিয়ে প্রায়ই চলে সমালোচনা। যদিও টি-টোয়েন্টির কারণে ইউরোপের অনেক দল ক্রিকেটে আগ্রহী হচ্ছে, তবে তাদের খুব একটা নিয়মিত দেখা যাচ্ছে না। আর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসি মাঝেমধ্যে নির্দিষ্ট কোনো বোর্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
৪৩ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
২ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। অপর গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
৪ ঘণ্টা আগে