নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ড সিরিজ শেষ হচ্ছে আজ। এরপর মাহমুদউল্লাহরা বেশ কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলেও ‘ছুটি’ নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। কদিন পরেই যে তাঁদের ছুটতে হবে আরব আমিরাতে। দুজনের ভাবনাজুড়ে তাই এখনো ক্রিকেট। তবে সেই ভাবনায় যোগ হয়েছে দুশ্চিন্তাও। সেটি হলো সরাসরি দুবাই যাওয়া নিয়ে।
উড্ডয়নের ছয় ঘণ্টা আগে ঢাকা বিমানবন্দরে র্যাপিড পিসিআর পরীক্ষার ব্যবস্থা না থাকায় আপাতত সরাসরি দুবাইয়ে যাওয়ার সুযোগ নেই। আগামী দুই-তিন দিনের মধ্যে বিষয়টির সমাধান হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। সে ক্ষেত্রে আমিরাতে যেতে হলে সাকিব-মোস্তাফিজকে ভারত কিংবা শ্রীলঙ্কা হয়ে যেতে হতে পারে। আবার সাকিব–মোস্তাফিজকে দ্রুতই পৌঁছাতে হবে আরব আমিরাতে। কেননা, আইপিএলের বাকি অংশ যে শুরু হবে ১৯ সেপ্টেম্বর।
২০ সেপ্টেম্বর সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের আইপিএল অভিযান শুরু হবে। পরদিন আছে রাজস্থান রয়্যালসের খেলা। এখন করোনা পরিস্থিতিতে আগের দিন পৌঁছে পরদিন মাঠে নামার সুযোগ নেই। রুম কোয়ারেন্টিন, বায়োবাবল—নানা হ্যাপা আছে। তাই সাকিব–মোস্তাফিজকে বেশ আগেভাগেই পৌঁছাতে হবে আরব আমিরাতে। এখন ঠিক সময়ে পৌঁছাতে না পারলে মিস করতে হতে পারে প্রথম কয়েকটি ম্যাচ।
অবশ্য দুই তারকা ক্রিকেটারকে আগেভাগে পৌঁছানোর সেই চেষ্টা করবে দুই ফ্র্যাঞ্চাইজি ক্লাব। সাকিব–মোস্তাফিজকে নিয়ে যে দুই দলের বিশেষ ভাবনা আছে, সেটি তো ক্লাবগুলোর ফেসবুক–ইনস্টাগ্রাম পেজে ঢুঁ মারলেই চলে। সেখানে সাকিব–মোস্তাফিজকে নিয়ে নানা বিষয় শেয়ার করছে তারা। কিউইদের বিপক্ষে আজ শেষ টি–টোয়েন্টিতে খেলবেন না সাকিব–মোস্তাফিজ। দুজনেরই সিরিজের শেষ, টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকার কথা।
নিউজিল্যান্ড সিরিজ শেষ হচ্ছে আজ। এরপর মাহমুদউল্লাহরা বেশ কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলেও ‘ছুটি’ নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। কদিন পরেই যে তাঁদের ছুটতে হবে আরব আমিরাতে। দুজনের ভাবনাজুড়ে তাই এখনো ক্রিকেট। তবে সেই ভাবনায় যোগ হয়েছে দুশ্চিন্তাও। সেটি হলো সরাসরি দুবাই যাওয়া নিয়ে।
উড্ডয়নের ছয় ঘণ্টা আগে ঢাকা বিমানবন্দরে র্যাপিড পিসিআর পরীক্ষার ব্যবস্থা না থাকায় আপাতত সরাসরি দুবাইয়ে যাওয়ার সুযোগ নেই। আগামী দুই-তিন দিনের মধ্যে বিষয়টির সমাধান হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। সে ক্ষেত্রে আমিরাতে যেতে হলে সাকিব-মোস্তাফিজকে ভারত কিংবা শ্রীলঙ্কা হয়ে যেতে হতে পারে। আবার সাকিব–মোস্তাফিজকে দ্রুতই পৌঁছাতে হবে আরব আমিরাতে। কেননা, আইপিএলের বাকি অংশ যে শুরু হবে ১৯ সেপ্টেম্বর।
২০ সেপ্টেম্বর সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের আইপিএল অভিযান শুরু হবে। পরদিন আছে রাজস্থান রয়্যালসের খেলা। এখন করোনা পরিস্থিতিতে আগের দিন পৌঁছে পরদিন মাঠে নামার সুযোগ নেই। রুম কোয়ারেন্টিন, বায়োবাবল—নানা হ্যাপা আছে। তাই সাকিব–মোস্তাফিজকে বেশ আগেভাগেই পৌঁছাতে হবে আরব আমিরাতে। এখন ঠিক সময়ে পৌঁছাতে না পারলে মিস করতে হতে পারে প্রথম কয়েকটি ম্যাচ।
অবশ্য দুই তারকা ক্রিকেটারকে আগেভাগে পৌঁছানোর সেই চেষ্টা করবে দুই ফ্র্যাঞ্চাইজি ক্লাব। সাকিব–মোস্তাফিজকে নিয়ে যে দুই দলের বিশেষ ভাবনা আছে, সেটি তো ক্লাবগুলোর ফেসবুক–ইনস্টাগ্রাম পেজে ঢুঁ মারলেই চলে। সেখানে সাকিব–মোস্তাফিজকে নিয়ে নানা বিষয় শেয়ার করছে তারা। কিউইদের বিপক্ষে আজ শেষ টি–টোয়েন্টিতে খেলবেন না সাকিব–মোস্তাফিজ। দুজনেরই সিরিজের শেষ, টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকার কথা।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
১ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৫ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৬ ঘণ্টা আগে