স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন শামার জোসেফ। অভিষেকের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। মাঠের পারফরম্যান্স দিয়ে শুধু প্রশংসা নয়, স্বীকৃতিও পেয়েছেন তিনি।
অভিষেক সিরিজের পারফরম্যান্সের পুরস্কার পাওয়া অবশ্য শেষ হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে শামারকে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে আইসিসি। এতে করে সংক্ষিপ্ত তালিকাতে নাম তুলেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী ওলি পোপ ও জশ হ্যাজলউডকে।
গত মাসে টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার হ্যাজলউড। আর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ১৯৬ রানের ইনিংস খেলে মাস সেরার তালিকায় জায়গা পেয়েছিলেন ইংল্যান্ড ব্যাটার পোপ। তবে তাঁদের পারফরম্যান্স শামারের কাছে পরাস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে রূপকথার জন্ম দিয়েছেন তিনি।
টেস্ট ক্যারিয়ারের অভিষেকের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন শামার। স্টিভেন স্মিথকে আউট করে প্রথম বলেই উইকেট পাওয়া বিশ্বের ২৩ তম বোলার ছিলেন। অভিষেকেই টেস্টেই আবার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও তাঁর এই পারফরম্যান্স কাজে আসেনি ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হওয়ায়। তবে দ্বিতীয় টেস্টে জয়ের আক্ষেপটা মিটিয়েছেন তিনি।
সঙ্গে ক্যারিবিয়ানদের ২৭ বছরের আক্ষেপর ইতি টেনেছেন শামার। দীর্ঘ এত বছর অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে জয়হীন ছিল তারা। গ্যাবা টেস্টে চোট নিয়ে যা করেছেন তা অবিশ্বাস্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে ৭ উইকেট নিয়ে একাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৮ উইকেট নেন গ্যাবা টেস্টে। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরাসহ সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। এমন পারফরম্যান্সে পরে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতেও সুযোগ পেয়েছেন গায়ানার পেসার। পরে ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের পর আইপিএলেও ডাক পেয়েছেন শামার।
স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন শামার জোসেফ। অভিষেকের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। মাঠের পারফরম্যান্স দিয়ে শুধু প্রশংসা নয়, স্বীকৃতিও পেয়েছেন তিনি।
অভিষেক সিরিজের পারফরম্যান্সের পুরস্কার পাওয়া অবশ্য শেষ হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে শামারকে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে আইসিসি। এতে করে সংক্ষিপ্ত তালিকাতে নাম তুলেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী ওলি পোপ ও জশ হ্যাজলউডকে।
গত মাসে টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার হ্যাজলউড। আর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ১৯৬ রানের ইনিংস খেলে মাস সেরার তালিকায় জায়গা পেয়েছিলেন ইংল্যান্ড ব্যাটার পোপ। তবে তাঁদের পারফরম্যান্স শামারের কাছে পরাস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে রূপকথার জন্ম দিয়েছেন তিনি।
টেস্ট ক্যারিয়ারের অভিষেকের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন শামার। স্টিভেন স্মিথকে আউট করে প্রথম বলেই উইকেট পাওয়া বিশ্বের ২৩ তম বোলার ছিলেন। অভিষেকেই টেস্টেই আবার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও তাঁর এই পারফরম্যান্স কাজে আসেনি ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হওয়ায়। তবে দ্বিতীয় টেস্টে জয়ের আক্ষেপটা মিটিয়েছেন তিনি।
সঙ্গে ক্যারিবিয়ানদের ২৭ বছরের আক্ষেপর ইতি টেনেছেন শামার। দীর্ঘ এত বছর অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে জয়হীন ছিল তারা। গ্যাবা টেস্টে চোট নিয়ে যা করেছেন তা অবিশ্বাস্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে ৭ উইকেট নিয়ে একাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৮ উইকেট নেন গ্যাবা টেস্টে। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরাসহ সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। এমন পারফরম্যান্সে পরে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতেও সুযোগ পেয়েছেন গায়ানার পেসার। পরে ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের পর আইপিএলেও ডাক পেয়েছেন শামার।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
২ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৫ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে