স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন শামার জোসেফ। অভিষেকের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। মাঠের পারফরম্যান্স দিয়ে শুধু প্রশংসা নয়, স্বীকৃতিও পেয়েছেন তিনি।
অভিষেক সিরিজের পারফরম্যান্সের পুরস্কার পাওয়া অবশ্য শেষ হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে শামারকে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে আইসিসি। এতে করে সংক্ষিপ্ত তালিকাতে নাম তুলেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী ওলি পোপ ও জশ হ্যাজলউডকে।
গত মাসে টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার হ্যাজলউড। আর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ১৯৬ রানের ইনিংস খেলে মাস সেরার তালিকায় জায়গা পেয়েছিলেন ইংল্যান্ড ব্যাটার পোপ। তবে তাঁদের পারফরম্যান্স শামারের কাছে পরাস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে রূপকথার জন্ম দিয়েছেন তিনি।
টেস্ট ক্যারিয়ারের অভিষেকের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন শামার। স্টিভেন স্মিথকে আউট করে প্রথম বলেই উইকেট পাওয়া বিশ্বের ২৩ তম বোলার ছিলেন। অভিষেকেই টেস্টেই আবার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও তাঁর এই পারফরম্যান্স কাজে আসেনি ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হওয়ায়। তবে দ্বিতীয় টেস্টে জয়ের আক্ষেপটা মিটিয়েছেন তিনি।
সঙ্গে ক্যারিবিয়ানদের ২৭ বছরের আক্ষেপর ইতি টেনেছেন শামার। দীর্ঘ এত বছর অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে জয়হীন ছিল তারা। গ্যাবা টেস্টে চোট নিয়ে যা করেছেন তা অবিশ্বাস্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে ৭ উইকেট নিয়ে একাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৮ উইকেট নেন গ্যাবা টেস্টে। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরাসহ সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। এমন পারফরম্যান্সে পরে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতেও সুযোগ পেয়েছেন গায়ানার পেসার। পরে ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের পর আইপিএলেও ডাক পেয়েছেন শামার।
স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন শামার জোসেফ। অভিষেকের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। মাঠের পারফরম্যান্স দিয়ে শুধু প্রশংসা নয়, স্বীকৃতিও পেয়েছেন তিনি।
অভিষেক সিরিজের পারফরম্যান্সের পুরস্কার পাওয়া অবশ্য শেষ হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে শামারকে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে আইসিসি। এতে করে সংক্ষিপ্ত তালিকাতে নাম তুলেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী ওলি পোপ ও জশ হ্যাজলউডকে।
গত মাসে টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার হ্যাজলউড। আর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ১৯৬ রানের ইনিংস খেলে মাস সেরার তালিকায় জায়গা পেয়েছিলেন ইংল্যান্ড ব্যাটার পোপ। তবে তাঁদের পারফরম্যান্স শামারের কাছে পরাস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে রূপকথার জন্ম দিয়েছেন তিনি।
টেস্ট ক্যারিয়ারের অভিষেকের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন শামার। স্টিভেন স্মিথকে আউট করে প্রথম বলেই উইকেট পাওয়া বিশ্বের ২৩ তম বোলার ছিলেন। অভিষেকেই টেস্টেই আবার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও তাঁর এই পারফরম্যান্স কাজে আসেনি ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হওয়ায়। তবে দ্বিতীয় টেস্টে জয়ের আক্ষেপটা মিটিয়েছেন তিনি।
সঙ্গে ক্যারিবিয়ানদের ২৭ বছরের আক্ষেপর ইতি টেনেছেন শামার। দীর্ঘ এত বছর অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে জয়হীন ছিল তারা। গ্যাবা টেস্টে চোট নিয়ে যা করেছেন তা অবিশ্বাস্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে ৭ উইকেট নিয়ে একাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৮ উইকেট নেন গ্যাবা টেস্টে। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরাসহ সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। এমন পারফরম্যান্সে পরে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতেও সুযোগ পেয়েছেন গায়ানার পেসার। পরে ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের পর আইপিএলেও ডাক পেয়েছেন শামার।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে