সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন শিমরন হেটমায়ার। কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করায় তাঁকে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বাদ দেয় ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের বিশ্বকাপকে সামনে রেখে বাঁহাতি ব্যাটারকে স্কোয়াডে রেখেই আজ দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।
এবার নিশ্চয়ই ২০২২ বিশ্বকাপের মতো কিছু করে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে চাইবেন না হেটমায়ার। রোভম্যান পাওয়েলের নেতৃত্ব ১৫ সদস্যের বিশ্বকাপে জায়গা পেয়েছেন জনসন চালর্স, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল এবং জেসন হোল্ডারদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। রাসেল-হোল্ডারদের সঙ্গে থাকার কথা ছিল আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকার কথা সুনীল নারাইনের। তবে নিজেই ‘না’ করে দিয়েছেন এই অফ স্পিনার।
তবে ওয়েস্ট ইন্ডিজ দলে চমক শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে রূপকথার জন্ম দেওয়া শামারকে দলে রেখেছে ক্যারিবিয়ানরা। গ্যাবা টেস্টে ৭ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়েই ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা।
দীর্ঘ সংস্করণে ২ টেস্টে ১৪ উইকেট নেওয়া শামারের সীমিত ওভারের ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। তাঁর সঙ্গে বোলিংয়ের দায়িত্বে থাকবেন রোমারিও শেফার্ড, আলজেরি জোসেফ আর দুই স্পিনার আকিল হোসেন এবং গুদাকেশ মোতি।
আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০ দলের বিশ্বকাপে আলজেরি জোসেফ শুধু বোলিংয়ের দায়িত্বেই থাকবেন না, অধিনায়ক পাওয়েলের সহকারীর ভূমিকাও পালন করবেন। আগামী ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজেরি জোসেফ (সহ অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেস, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, শাই হোপ, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, গুদাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন শিমরন হেটমায়ার। কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করায় তাঁকে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বাদ দেয় ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের বিশ্বকাপকে সামনে রেখে বাঁহাতি ব্যাটারকে স্কোয়াডে রেখেই আজ দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।
এবার নিশ্চয়ই ২০২২ বিশ্বকাপের মতো কিছু করে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে চাইবেন না হেটমায়ার। রোভম্যান পাওয়েলের নেতৃত্ব ১৫ সদস্যের বিশ্বকাপে জায়গা পেয়েছেন জনসন চালর্স, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল এবং জেসন হোল্ডারদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। রাসেল-হোল্ডারদের সঙ্গে থাকার কথা ছিল আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকার কথা সুনীল নারাইনের। তবে নিজেই ‘না’ করে দিয়েছেন এই অফ স্পিনার।
তবে ওয়েস্ট ইন্ডিজ দলে চমক শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে রূপকথার জন্ম দেওয়া শামারকে দলে রেখেছে ক্যারিবিয়ানরা। গ্যাবা টেস্টে ৭ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়েই ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা।
দীর্ঘ সংস্করণে ২ টেস্টে ১৪ উইকেট নেওয়া শামারের সীমিত ওভারের ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। তাঁর সঙ্গে বোলিংয়ের দায়িত্বে থাকবেন রোমারিও শেফার্ড, আলজেরি জোসেফ আর দুই স্পিনার আকিল হোসেন এবং গুদাকেশ মোতি।
আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০ দলের বিশ্বকাপে আলজেরি জোসেফ শুধু বোলিংয়ের দায়িত্বেই থাকবেন না, অধিনায়ক পাওয়েলের সহকারীর ভূমিকাও পালন করবেন। আগামী ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজেরি জোসেফ (সহ অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেস, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, শাই হোপ, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, গুদাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড।
ক্রিকেটের বিশ্বায়নের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যক্রম নিয়ে প্রায়ই চলে সমালোচনা। যদিও টি-টোয়েন্টির কারণে ইউরোপের অনেক দল ক্রিকেটে আগ্রহী হচ্ছে, তবে তাদের খুব একটা নিয়মিত দেখা যাচ্ছে না। আর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসি মাঝেমধ্যে নির্দিষ্ট কোনো বোর্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
৪৪ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
২ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। অপর গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
৪ ঘণ্টা আগে