সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন শিমরন হেটমায়ার। কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করায় তাঁকে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বাদ দেয় ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের বিশ্বকাপকে সামনে রেখে বাঁহাতি ব্যাটারকে স্কোয়াডে রেখেই আজ দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।
এবার নিশ্চয়ই ২০২২ বিশ্বকাপের মতো কিছু করে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে চাইবেন না হেটমায়ার। রোভম্যান পাওয়েলের নেতৃত্ব ১৫ সদস্যের বিশ্বকাপে জায়গা পেয়েছেন জনসন চালর্স, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল এবং জেসন হোল্ডারদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। রাসেল-হোল্ডারদের সঙ্গে থাকার কথা ছিল আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকার কথা সুনীল নারাইনের। তবে নিজেই ‘না’ করে দিয়েছেন এই অফ স্পিনার।
তবে ওয়েস্ট ইন্ডিজ দলে চমক শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে রূপকথার জন্ম দেওয়া শামারকে দলে রেখেছে ক্যারিবিয়ানরা। গ্যাবা টেস্টে ৭ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়েই ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা।
দীর্ঘ সংস্করণে ২ টেস্টে ১৪ উইকেট নেওয়া শামারের সীমিত ওভারের ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। তাঁর সঙ্গে বোলিংয়ের দায়িত্বে থাকবেন রোমারিও শেফার্ড, আলজেরি জোসেফ আর দুই স্পিনার আকিল হোসেন এবং গুদাকেশ মোতি।
আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০ দলের বিশ্বকাপে আলজেরি জোসেফ শুধু বোলিংয়ের দায়িত্বেই থাকবেন না, অধিনায়ক পাওয়েলের সহকারীর ভূমিকাও পালন করবেন। আগামী ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজেরি জোসেফ (সহ অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেস, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, শাই হোপ, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, গুদাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন শিমরন হেটমায়ার। কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করায় তাঁকে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বাদ দেয় ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের বিশ্বকাপকে সামনে রেখে বাঁহাতি ব্যাটারকে স্কোয়াডে রেখেই আজ দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।
এবার নিশ্চয়ই ২০২২ বিশ্বকাপের মতো কিছু করে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে চাইবেন না হেটমায়ার। রোভম্যান পাওয়েলের নেতৃত্ব ১৫ সদস্যের বিশ্বকাপে জায়গা পেয়েছেন জনসন চালর্স, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল এবং জেসন হোল্ডারদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। রাসেল-হোল্ডারদের সঙ্গে থাকার কথা ছিল আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকার কথা সুনীল নারাইনের। তবে নিজেই ‘না’ করে দিয়েছেন এই অফ স্পিনার।
তবে ওয়েস্ট ইন্ডিজ দলে চমক শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে রূপকথার জন্ম দেওয়া শামারকে দলে রেখেছে ক্যারিবিয়ানরা। গ্যাবা টেস্টে ৭ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়েই ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা।
দীর্ঘ সংস্করণে ২ টেস্টে ১৪ উইকেট নেওয়া শামারের সীমিত ওভারের ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। তাঁর সঙ্গে বোলিংয়ের দায়িত্বে থাকবেন রোমারিও শেফার্ড, আলজেরি জোসেফ আর দুই স্পিনার আকিল হোসেন এবং গুদাকেশ মোতি।
আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০ দলের বিশ্বকাপে আলজেরি জোসেফ শুধু বোলিংয়ের দায়িত্বেই থাকবেন না, অধিনায়ক পাওয়েলের সহকারীর ভূমিকাও পালন করবেন। আগামী ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজেরি জোসেফ (সহ অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেস, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, শাই হোপ, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, গুদাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড।
২০২৫ আইপিএল শেষ ভাগে চলে এসেছে। টুর্নামেন্টের ফাইনাল হতে আর ২০ দিনও বাকি নেই। এমন সময়ে মোহাম্মদ শামিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি ১ কোটি রুপিও দাবি করা হয়েছে।
১ ঘণ্টা আগে২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে কাঁপিয়ে দিয়েছিলেন আমির জাঙ্গু। ওয়ানডে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। অভিষেকে দুর্দান্ত খেলা এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
১ ঘণ্টা আগেফুটবল নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। আর বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ হতে এখনো ৩৫ দিন বাকি। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে টিকিটের দাম কেমন হতে পারে, সে ব্যাপারে ধারণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।
২ ঘণ্টা আগেঘরের মাঠে গত সপ্তাহে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিলানের বিপক্ষে। আজ রাতে দ্বিতীয় লেগে যে জিতবে, সেই কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ইন্টার-বার্সা ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে