Ajker Patrika

নভেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ৪৯
Thumbnail image

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুয়ায়ী বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। এ সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে বাংলাদেশ। 

সূচি অনুযায়ী টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে সিরিজও খেলার কথা ভাবছে। এক কথায়, পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বোর্ড। 

আজ মিরপুর শেরেবাংলায় বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তান সিরিজটা টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই হবে। সূচির ব্যাপারে আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে। একইভাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গেও (মার্চ-এপ্রিলে বাংলাদেশ যাবে)। পাকিস্তান সিরিজের পরেই আবার আমাদের নিউজিল্যান্ড সফর রয়েছে।’ 

বিসিবির নির্বাচন সামনে রেখে পাঁচ সদস্য নিয়ে গঠিত কমিশনের অন্যতম সদস্য নিজাম উদ্দিন চৌধুরী। স্বাভাবিকভাবেই তাঁকে কথা বলতে হলো নির্বাচন নিয়েও। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আমাদের নির্বাচন কমিশন শিগগিরই বৈঠকে বসবে। এই পর্যায়ে আমরা আশা করছি যে, আগামী মাসের প্রথম সপ্তাহে একটা তারিখ নির্ধারণ করব। সেভাবেই নির্বাচন কমিশন প্রস্তুতি নেবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত