ক্রীড়া ডেস্ক
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও সুযোগ পেতে বাছাইপর্ব খেলতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ইংল্যান্ড বিশ্বকাপে সেবার উতরে গেলেও এবার পারল না দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাছাইপর্বের সুপার সিক্সে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে ভারত বিশ্বকাপে খেলার আশা শেষ হয়েছে তাদের।
গ্রুপপর্বেই বিশ্বকাপে খেলার কাজটা কঠিন করেছিল ক্যারিবিয়ানরা। শেষ দুই ম্যাচে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে। বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে সুপার সিক্সের তিনটি ম্যাচই জিততে হতো তাদের। সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষ থাকা দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পরাজয় কামনা করতে হতো তাদের। কিন্তু নিজেদের কাজটাই ঠিকমতো করতে পারল না তারা। সুপার সিক্সের প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপে খেলা হচ্ছে না তাদের। ক্যারিবিয়ানরা বাকি দুই ম্যাচে জিতলেও কোনো লাভ হবে না।
এতে প্রথমবারের মতো কোনো ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারছে না ক্যারিবিয়ানরা। এবারের আগে হওয়া ১২ সংস্করণের প্রতিটিতেই খেলেছে তারা। অন্যদিকে প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল স্কটল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে স্কটিশরা। সমান ৬ পয়েন্টে তাদের উপরে আছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।
ওয়ানডেতে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হারাল স্কটল্যান্ড। সব মিলিয়ে প্রতিপক্ষদের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় জয়। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের ৪২ রানে হারিয়েছিল তারা। অস্ট্রেলিয়ায় হওয়া সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে তাদের কাছে হেরেই শুরুতে ধাক্কা খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে আয়ারল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ওয়ানডের মতো সমান দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীরা। এবারও ঠিক তেমনটাই হলো। স্কটল্যান্ডের কাছে হেরে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হলো।
হারারেতে আজ শুরু থেকেই মন্দ ভাগ্য ওয়েস্ট ইন্ডিজের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে বসে তারা। ৬ বলে স্কোরশিটে কোনো রান না করেই বিদায় নেন জেসন চার্লস। তাঁর দেখানো পথেই দ্রুত ফিরে যান শামারাহ ব্রুকস। সতীর্থের মতো তিনিও কোনো রান করেননি। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকেন ক্যারিবিয়ানরা। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে দলীয় রান এক শ হবে কি না তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। সেখান থেকে দলকে ১৮১ রানের স্কোর এনে দেন সপ্তম উইকেটে দুর্দান্ত জুটি গড়া জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। শেফার্ড ৩৬ রানে আউট হয়ে গেলে তাঁদের ৭৭ রানের জুটি ভেঙে যায়। সতীর্থের আউটের পর ৪৫ রানে ফেরেন হোল্ডারও। দুজনই দলীয় ১৫৮ রানে আউট হন। শেষ পর্যন্ত ১৮১ রান করতে পারে ক্যারিবিয়ানরা। ৩২ রানে ৩ উইকেট নিয়ে স্কটল্যান্ডের সেরা বোলার ব্র্যান্ডন ম্যাকমুলেন।
কম রানের লক্ষ্যে দিয়েও শুরুটা ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম বলেই ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডকে আউট করেন হোল্ডার। শুরুতে ধাক্কা খেলেও ম্যাচে ঘুরে দাঁড়ায় স্কটিশরা। দ্বিতীয় উইকেটে ১২৫ রানের দুর্দান্ত জুটি গড়ে ক্যারিবিয়ানদের ম্যাচ থেকে ছিটকে দেন ম্যাকমুলেন-ম্যাথু ক্রস। ৬৯ রানে ম্যাকমুলেন আউট হলেও জয় নিয়েই মাঠ ছেড়েছেন ক্রস। ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডেতে দলকে প্রথম জয় উপহার দেন তিনি।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও সুযোগ পেতে বাছাইপর্ব খেলতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ইংল্যান্ড বিশ্বকাপে সেবার উতরে গেলেও এবার পারল না দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাছাইপর্বের সুপার সিক্সে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে ভারত বিশ্বকাপে খেলার আশা শেষ হয়েছে তাদের।
গ্রুপপর্বেই বিশ্বকাপে খেলার কাজটা কঠিন করেছিল ক্যারিবিয়ানরা। শেষ দুই ম্যাচে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে। বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে সুপার সিক্সের তিনটি ম্যাচই জিততে হতো তাদের। সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষ থাকা দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পরাজয় কামনা করতে হতো তাদের। কিন্তু নিজেদের কাজটাই ঠিকমতো করতে পারল না তারা। সুপার সিক্সের প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপে খেলা হচ্ছে না তাদের। ক্যারিবিয়ানরা বাকি দুই ম্যাচে জিতলেও কোনো লাভ হবে না।
এতে প্রথমবারের মতো কোনো ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারছে না ক্যারিবিয়ানরা। এবারের আগে হওয়া ১২ সংস্করণের প্রতিটিতেই খেলেছে তারা। অন্যদিকে প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল স্কটল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে স্কটিশরা। সমান ৬ পয়েন্টে তাদের উপরে আছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।
ওয়ানডেতে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হারাল স্কটল্যান্ড। সব মিলিয়ে প্রতিপক্ষদের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় জয়। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের ৪২ রানে হারিয়েছিল তারা। অস্ট্রেলিয়ায় হওয়া সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে তাদের কাছে হেরেই শুরুতে ধাক্কা খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে আয়ারল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ওয়ানডের মতো সমান দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীরা। এবারও ঠিক তেমনটাই হলো। স্কটল্যান্ডের কাছে হেরে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হলো।
হারারেতে আজ শুরু থেকেই মন্দ ভাগ্য ওয়েস্ট ইন্ডিজের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে বসে তারা। ৬ বলে স্কোরশিটে কোনো রান না করেই বিদায় নেন জেসন চার্লস। তাঁর দেখানো পথেই দ্রুত ফিরে যান শামারাহ ব্রুকস। সতীর্থের মতো তিনিও কোনো রান করেননি। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকেন ক্যারিবিয়ানরা। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে দলীয় রান এক শ হবে কি না তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। সেখান থেকে দলকে ১৮১ রানের স্কোর এনে দেন সপ্তম উইকেটে দুর্দান্ত জুটি গড়া জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। শেফার্ড ৩৬ রানে আউট হয়ে গেলে তাঁদের ৭৭ রানের জুটি ভেঙে যায়। সতীর্থের আউটের পর ৪৫ রানে ফেরেন হোল্ডারও। দুজনই দলীয় ১৫৮ রানে আউট হন। শেষ পর্যন্ত ১৮১ রান করতে পারে ক্যারিবিয়ানরা। ৩২ রানে ৩ উইকেট নিয়ে স্কটল্যান্ডের সেরা বোলার ব্র্যান্ডন ম্যাকমুলেন।
কম রানের লক্ষ্যে দিয়েও শুরুটা ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম বলেই ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডকে আউট করেন হোল্ডার। শুরুতে ধাক্কা খেলেও ম্যাচে ঘুরে দাঁড়ায় স্কটিশরা। দ্বিতীয় উইকেটে ১২৫ রানের দুর্দান্ত জুটি গড়ে ক্যারিবিয়ানদের ম্যাচ থেকে ছিটকে দেন ম্যাকমুলেন-ম্যাথু ক্রস। ৬৯ রানে ম্যাকমুলেন আউট হলেও জয় নিয়েই মাঠ ছেড়েছেন ক্রস। ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডেতে দলকে প্রথম জয় উপহার দেন তিনি।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে