৬ বছরের বালকটির নাম আছাদুজ্জামান সাদিদ। বরিশালে মা ও মামার সঙ্গে থাকে সে। এই বয়সেই সাদিদ হয়ে উঠেছে এক বিস্ময়কর প্রতিভা!
লেগ স্পিন-গুগলিতে সবাইকে মন্ত্রমুগ্ধ করে চলেছে সাদিদ। বাংলাদেশের এই খুদে স্পিন জাদুরকরের কয়েকটি ডেলিভারির ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর ডিভাইস ঘুরে সাদিদের ভিডিওটি এবার পৌঁছে গেছে ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের কাছে। টেন্ডুলকারের এক বন্ধু তাঁকে ভিডিওটি দিয়েছেন।
সাদিদের বোলিং দেখে অভিভূত টেন্ডুলকার। ৪৮ বছর বয়সী মহাতারকা অবাক এইটুকু বয়সে কীভাবে এতটা ক্রিকেটপ্রেম দেখাতে পেরেছে সে, রপ্ত করে ফেলেছে লেগ স্পিন বোলিংয়ের সব রকম বৈচিত্র্য।
বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়ে নিজের ফেসবুক ও টুইটার পেজে সেটি আপলোড করতে একটুও কার্পণ্য করেননি টেন্ডুলকার। লিখেছেন, ‘কী দুর্দান্ত! আমার এক বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়েছি...অসাধারণ। খেলার প্রতি ছেলেটির ভালোবাসা ও নিবেদনের প্রমাণ এটি। ক্রিকেটই আমাদের একতা।’
সম্প্রতি ফেসবুকে সাদিদের মামা ভিডিওটি পোস্ট করেন। ২২ গজ দূর থেকেই বোলিং করেছে সাদিদ। ডান হাত ঘুরিয়ে যেভাবে বল ছুড়ছে, দেখে মনে হতে পারে পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। তার লেগ স্পিন-গুগলিতে পরাস্ত ব্যাটাররা। অনেকে তার ডেলিভারিগুলো পড়তেই পারেনি। মিস করলেই ব্যাটাররা হয়েছে ক্লিন বোল্ড। তা সে ঘাসে ঢাকা মাঠ কিংবা পাকা সড়ক, যেকোনো পিচে বল একই রকম দুর্বোধ্য।
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে ভীষণ পছন্দ সাদিদের। রশিদের বোলিং টিভি ও ইউটিউবে দেখেই রপ্ত করে ফেলেছে সে।
এই বিস্ময় বালককে এখন সম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশেরই লাভ। আজ টেন্ডুলকারও চিনে ফেললেন সাদিদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিনবে কবে?
শচীন টেন্ডুলকারের আপলোড করা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন →
৬ বছরের বালকটির নাম আছাদুজ্জামান সাদিদ। বরিশালে মা ও মামার সঙ্গে থাকে সে। এই বয়সেই সাদিদ হয়ে উঠেছে এক বিস্ময়কর প্রতিভা!
লেগ স্পিন-গুগলিতে সবাইকে মন্ত্রমুগ্ধ করে চলেছে সাদিদ। বাংলাদেশের এই খুদে স্পিন জাদুরকরের কয়েকটি ডেলিভারির ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর ডিভাইস ঘুরে সাদিদের ভিডিওটি এবার পৌঁছে গেছে ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের কাছে। টেন্ডুলকারের এক বন্ধু তাঁকে ভিডিওটি দিয়েছেন।
সাদিদের বোলিং দেখে অভিভূত টেন্ডুলকার। ৪৮ বছর বয়সী মহাতারকা অবাক এইটুকু বয়সে কীভাবে এতটা ক্রিকেটপ্রেম দেখাতে পেরেছে সে, রপ্ত করে ফেলেছে লেগ স্পিন বোলিংয়ের সব রকম বৈচিত্র্য।
বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়ে নিজের ফেসবুক ও টুইটার পেজে সেটি আপলোড করতে একটুও কার্পণ্য করেননি টেন্ডুলকার। লিখেছেন, ‘কী দুর্দান্ত! আমার এক বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়েছি...অসাধারণ। খেলার প্রতি ছেলেটির ভালোবাসা ও নিবেদনের প্রমাণ এটি। ক্রিকেটই আমাদের একতা।’
সম্প্রতি ফেসবুকে সাদিদের মামা ভিডিওটি পোস্ট করেন। ২২ গজ দূর থেকেই বোলিং করেছে সাদিদ। ডান হাত ঘুরিয়ে যেভাবে বল ছুড়ছে, দেখে মনে হতে পারে পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। তার লেগ স্পিন-গুগলিতে পরাস্ত ব্যাটাররা। অনেকে তার ডেলিভারিগুলো পড়তেই পারেনি। মিস করলেই ব্যাটাররা হয়েছে ক্লিন বোল্ড। তা সে ঘাসে ঢাকা মাঠ কিংবা পাকা সড়ক, যেকোনো পিচে বল একই রকম দুর্বোধ্য।
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে ভীষণ পছন্দ সাদিদের। রশিদের বোলিং টিভি ও ইউটিউবে দেখেই রপ্ত করে ফেলেছে সে।
এই বিস্ময় বালককে এখন সম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশেরই লাভ। আজ টেন্ডুলকারও চিনে ফেললেন সাদিদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিনবে কবে?
শচীন টেন্ডুলকারের আপলোড করা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন →
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৬ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে