ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা—তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে আফগানিস্তান। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে সেমির পথে আরেক ধাপ এগিয়ে যেতে আফগানরা আজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
এর আগে কলকাতায় বাংলাদেশকে ৮৭ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল ডাচরা। সেই ম্যাচ জয়ের অনুপ্রেরণা থেকেই হয়তো আজ লক্ষ্ণৌতেও আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং নিয়েছেন ডাচ অধিনায়ক এডওয়ার্ডস। আফগানদের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং, শারিজ আহমাদ বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে একাদশে এসেছেন সাকিব জুলফিকার ও রোয়েলফ ফন ডার মারউই। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটি দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড, যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
আফগানিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। নাভিন উল হকের পরিবর্তে এসেছেন চায়নাম্যান বোলার নুর আহমাদ। নুরের সঙ্গে আছেন স্পিনত্রয়ী মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান। এর মধ্যে নবী, রশিদ স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে ফজলহক ফারুকির সঙ্গে আছেন আজমতউল্লাহ ওমরজাই।
নেদারল্যান্ডসের একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, সাকিব জুলফিকার, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
আফগানিস্তানের একাদশ:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমাদ, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা—তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে আফগানিস্তান। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে সেমির পথে আরেক ধাপ এগিয়ে যেতে আফগানরা আজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
এর আগে কলকাতায় বাংলাদেশকে ৮৭ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল ডাচরা। সেই ম্যাচ জয়ের অনুপ্রেরণা থেকেই হয়তো আজ লক্ষ্ণৌতেও আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং নিয়েছেন ডাচ অধিনায়ক এডওয়ার্ডস। আফগানদের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং, শারিজ আহমাদ বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে একাদশে এসেছেন সাকিব জুলফিকার ও রোয়েলফ ফন ডার মারউই। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটি দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড, যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
আফগানিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। নাভিন উল হকের পরিবর্তে এসেছেন চায়নাম্যান বোলার নুর আহমাদ। নুরের সঙ্গে আছেন স্পিনত্রয়ী মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান। এর মধ্যে নবী, রশিদ স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে ফজলহক ফারুকির সঙ্গে আছেন আজমতউল্লাহ ওমরজাই।
নেদারল্যান্ডসের একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, সাকিব জুলফিকার, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
আফগানিস্তানের একাদশ:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমাদ, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে