ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা—তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে আফগানিস্তান। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে সেমির পথে আরেক ধাপ এগিয়ে যেতে আফগানরা আজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
এর আগে কলকাতায় বাংলাদেশকে ৮৭ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল ডাচরা। সেই ম্যাচ জয়ের অনুপ্রেরণা থেকেই হয়তো আজ লক্ষ্ণৌতেও আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং নিয়েছেন ডাচ অধিনায়ক এডওয়ার্ডস। আফগানদের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং, শারিজ আহমাদ বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে একাদশে এসেছেন সাকিব জুলফিকার ও রোয়েলফ ফন ডার মারউই। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটি দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড, যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
আফগানিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। নাভিন উল হকের পরিবর্তে এসেছেন চায়নাম্যান বোলার নুর আহমাদ। নুরের সঙ্গে আছেন স্পিনত্রয়ী মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান। এর মধ্যে নবী, রশিদ স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে ফজলহক ফারুকির সঙ্গে আছেন আজমতউল্লাহ ওমরজাই।
নেদারল্যান্ডসের একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, সাকিব জুলফিকার, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
আফগানিস্তানের একাদশ:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমাদ, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা—তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে আফগানিস্তান। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে সেমির পথে আরেক ধাপ এগিয়ে যেতে আফগানরা আজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
এর আগে কলকাতায় বাংলাদেশকে ৮৭ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল ডাচরা। সেই ম্যাচ জয়ের অনুপ্রেরণা থেকেই হয়তো আজ লক্ষ্ণৌতেও আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং নিয়েছেন ডাচ অধিনায়ক এডওয়ার্ডস। আফগানদের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং, শারিজ আহমাদ বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে একাদশে এসেছেন সাকিব জুলফিকার ও রোয়েলফ ফন ডার মারউই। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটি দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড, যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
আফগানিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। নাভিন উল হকের পরিবর্তে এসেছেন চায়নাম্যান বোলার নুর আহমাদ। নুরের সঙ্গে আছেন স্পিনত্রয়ী মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান। এর মধ্যে নবী, রশিদ স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে ফজলহক ফারুকির সঙ্গে আছেন আজমতউল্লাহ ওমরজাই।
নেদারল্যান্ডসের একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, সাকিব জুলফিকার, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
আফগানিস্তানের একাদশ:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমাদ, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
বার্সেলোনা না ইন্টার মিলান—সেমিফাইনালের বাধা উতরে কে উঠবে ফাইনালে। বাজির দরে বার্সেলোনা ফেবারিট। উইলিয়াম হিল কিংবা বেটএমজিএম—দুই বাজিকর প্রতিষ্ঠানে বাজির দরে ইন্টারের চেয়ে ঢের এগিয়ে বার্সেলোনা...
৬ মিনিট আগে২০২৫ আইপিএল শেষ ভাগে চলে এসেছে। টুর্নামেন্টের ফাইনাল হতে আর ২০ দিনও বাকি নেই। এমন সময়ে মোহাম্মদ শামিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি ১ কোটি রুপিও দাবি করা হয়েছে।
১ ঘণ্টা আগে২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে কাঁপিয়ে দিয়েছিলেন আমির জাঙ্গু। ওয়ানডে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। অভিষেকে দুর্দান্ত খেলা এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
২ ঘণ্টা আগেফুটবল নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। আর বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ হতে এখনো ৩৫ দিন বাকি। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে টিকিটের দাম কেমন হতে পারে, সে ব্যাপারে ধারণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।
৩ ঘণ্টা আগে