নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
বর্তমান পরিস্থিতিতে সংগঠক পর্যায়ে পরিবর্তন আসায় ডিপিএলের অনেক ক্লাবের বাজেট কমেছে। তাতে ক্রিকেটারদের পারিশ্রমিকও কমিয়ে দেওয়া হয়েছে প্রায় অর্ধেক। সরাসরি চুক্তিতে দলবদলের নিয়মে লিটন নিজের পারিশ্রমিক ৫০ লাখ টাকা চাইলেও সেই মূল্যে তাঁকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি। টোকেন তোলার পরও তাঁর দলবদল ঝুলে ছিল। তামিমের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব লিটনকে নেওয়ায় প্রথমবার অংশ নিতে যাওয়া দলটি আরও শক্তিশালী হলো। মিরপুরে আজ দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লিটন দাস দল পেয়েছে। সে গুলশান ক্রিকেট ক্লাবে খেলবে। তবে মোস্তাফিজের ব্যাপারে এখনো কিছু জানি না। এটা খুবই দুঃখজনক ঘটনা।’
ডিপিএলে তামিম নিজে খেলবেন ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে। তবে গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানার সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। এতে স্বার্থের সংঘাত থাকতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘দলের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। তবে খেলার সময় আমি এটাকে নিজের দল মনে করি না। আমি শুধু দলটিকে স্পন্সর এনে দিয়েছি, যাতে দলটি অংশ নিতে পারে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠে আমি এটিকে প্রতিপক্ষ হিসেবেই দেখি।’
মোহামেডানের পাশাপাশি গুলশান—একই সঙ্গে দুই ক্লাবের সঙ্গে নাম থাকাকে স্বার্থের সংঘাত হিসেবে না ভেবে ভিন্নভাবে ভাবতে বলেছেন তামিম। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এটাকে নেতিবাচকভাবে না দেখে এভাবে ভাবুন—আমি যদি এগিয়ে না আসতাম, তাহলে ১৫–২০ জন ক্রিকেটার দলই পেত না। এটাকে আমি ক্রিকেটের উন্নতির জন্যই করেছি। দল গঠনের ক্ষেত্রে আমার কোনো ভূমিকা ছিল না। কোচ ও দল আগেই ঠিক করা ছিল। কেবল লিটনের ব্যাপারটি আমি দেখেছি।’
লিটনের দলবদলের বিষয়টি নিশ্চিত হলেও জাতীয় দলের পেসার মোস্তাফিজের দল পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তামিমও স্বীকার করেছেন যে, মোস্তাফিজের পরিস্থিতি তাঁকে (তামিম) ভাবাচ্ছে। তবে শেষ মুহূর্তে যেকোনো সমাধান আসতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
বর্তমান পরিস্থিতিতে সংগঠক পর্যায়ে পরিবর্তন আসায় ডিপিএলের অনেক ক্লাবের বাজেট কমেছে। তাতে ক্রিকেটারদের পারিশ্রমিকও কমিয়ে দেওয়া হয়েছে প্রায় অর্ধেক। সরাসরি চুক্তিতে দলবদলের নিয়মে লিটন নিজের পারিশ্রমিক ৫০ লাখ টাকা চাইলেও সেই মূল্যে তাঁকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি। টোকেন তোলার পরও তাঁর দলবদল ঝুলে ছিল। তামিমের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব লিটনকে নেওয়ায় প্রথমবার অংশ নিতে যাওয়া দলটি আরও শক্তিশালী হলো। মিরপুরে আজ দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লিটন দাস দল পেয়েছে। সে গুলশান ক্রিকেট ক্লাবে খেলবে। তবে মোস্তাফিজের ব্যাপারে এখনো কিছু জানি না। এটা খুবই দুঃখজনক ঘটনা।’
ডিপিএলে তামিম নিজে খেলবেন ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে। তবে গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানার সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। এতে স্বার্থের সংঘাত থাকতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘দলের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। তবে খেলার সময় আমি এটাকে নিজের দল মনে করি না। আমি শুধু দলটিকে স্পন্সর এনে দিয়েছি, যাতে দলটি অংশ নিতে পারে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠে আমি এটিকে প্রতিপক্ষ হিসেবেই দেখি।’
মোহামেডানের পাশাপাশি গুলশান—একই সঙ্গে দুই ক্লাবের সঙ্গে নাম থাকাকে স্বার্থের সংঘাত হিসেবে না ভেবে ভিন্নভাবে ভাবতে বলেছেন তামিম। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এটাকে নেতিবাচকভাবে না দেখে এভাবে ভাবুন—আমি যদি এগিয়ে না আসতাম, তাহলে ১৫–২০ জন ক্রিকেটার দলই পেত না। এটাকে আমি ক্রিকেটের উন্নতির জন্যই করেছি। দল গঠনের ক্ষেত্রে আমার কোনো ভূমিকা ছিল না। কোচ ও দল আগেই ঠিক করা ছিল। কেবল লিটনের ব্যাপারটি আমি দেখেছি।’
লিটনের দলবদলের বিষয়টি নিশ্চিত হলেও জাতীয় দলের পেসার মোস্তাফিজের দল পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তামিমও স্বীকার করেছেন যে, মোস্তাফিজের পরিস্থিতি তাঁকে (তামিম) ভাবাচ্ছে। তবে শেষ মুহূর্তে যেকোনো সমাধান আসতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
সমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৩৬ মিনিট আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৩ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।
৪ ঘণ্টা আগেবিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
৫ ঘণ্টা আগে