Ajker Patrika

অস্ট্রেলিয়ার নতুন কোচ ও নির্বাচকের দায়িত্ব পেলেন ম্যাকডোনাল্ড 

অস্ট্রেলিয়ার নতুন কোচ ও নির্বাচকের দায়িত্ব পেলেন ম্যাকডোনাল্ড 

সম্প্রতি পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ২০১৯ সালের শেষ দিকে তিনি সিনিয়র সহকারী কোচ এবং বোলিং মেন্টর হিসেবেও কাজ করেছিলেন।শেষ পর্যন্ত তাই তার ওপরই ভরসা রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া। সাবেক এই অলরাউন্ডার পেলেন অস্ট্রেলিয়ার নতুন কোচ ও নির্বাচকের দায়িত্ব। 

চার বছরের চুক্তিতে এই দায়িত্ব দেওয়া হয়েছে  ম্যাকডোনাল্ড। দীর্ঘদিন থেকে  সাদা ও লাল  বলে আলাদা কোচ নিয়ে আলোচনা চলছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটে। তবে সেই পথে না হেঁটে  তিন সংস্করণেরই দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাকডোনাল্ডকে।  নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ৪০ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান  বলেন,‘এখন পর্যন্ত যাত্রাটি  আনন্দের এবং সামনের দিনের জন্য এমন দারুণ সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমার পরিকল্পনা স্কোয়াডের গভীরতা এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে দল বানানো। ’ নির্বাচক প্যানেলে ম্যাকডোনাল্ড ছাড়াও থাকবেন জর্জ বেইলি এবং টনি ডডমেড। 

ম্যাকডোনাল্ডের কোচিং অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১৮-১৯ মৌসুমে ভিক্টোরিয়া রাজ্য দল তাঁর  কোচিংয়ে শেফিল্ড শিল্ড, মার্শ কাপ জেতে। একই মৌসুমে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস চ্যাম্পিয়ন হয়। আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচও তিনি ছিলেন।

খেলোয়াড়ি জীবনে ম্যাকডোনাল্ড অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৪ টেস্ট। ৪ টেস্টে ব্যাট হাতে ২১.৪০ গড়ে ১০৭ রান ও বল হাতে ৯ উইকেট শিকার করেন তিনি। ক্রিকেট ক্যারিয়ারে ৯৫টি প্রথম শ্রেণির ম্যাচ, ১০০টি লিস্ট-এ ম্যাচ এবং ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাকডোনাল্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত