Ajker Patrika

ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না বোলাররা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না বোলাররা 

দ্বিতীয় দিনের প্রথম সেশন যদি বাংলাদেশের হয় দ্বিতীয় সেশনটা ওয়েস্ট ইন্ডিজের। আগের সেশনে ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরার আশা দেখিয়েছিলেন বোলাররা। তবে দ্বিতীয় সেশনে দাপট দেখিয়েছে ক্যারিবীয়ানরা। এই সেশনে আর কোনো উইকেট না হারিয়ে ১১১ রান তুলেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৪৮ রান। 

প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ক্যারিবিয়ানরা এগিয়ে গেছে ১৪ রানে। দ্বিতীয় সেশনে বাংলাদেশের বোলিং এলেমেলো করে দেন কাইল মেয়ার্স। ইবাদত হোসেনকে চার মেরে ৭৫ বলে ফিফটি পূর্ণ করেন। দিনের শেষ সেশনে ৬০ রানে অপরাজিত থেকে আবার ব্যাটিংয়ে নামবেন তিনি। তাঁর সঙ্গী জেরমাইন ব্ল্যাকউড আছেন ফিফটির অপেক্ষায়। তাঁর রান ৪০।  

পঞ্চম উইকেটে দুজনের জুটি এরমধ্যে সেঞ্চুরি ছাড়িয়ে গেছে। ওপেনিংয়ে ক্রেগ ব্রেথওয়েট আর জন ক্যাম্পবেলের শত রানের জুটির পর আরেকটি সেঞ্চুরি জুটি দেখালেন দুজন। মাঝের সময়টা বাংলাদেশ বোলারদের। এই সময়ে ৪ উইকেট তুলে নেন তাঁরা। তবে প্রথম সেশনের তৈরি করা চাপটা দ্বিতীয় সেশনে ধরে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা। আগের দিন উইকেটের নেশায় আলগা বল করেছেন তাঁরা। সেই সুযোগটাই দুহাত পুরে নেন দুই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। আজ দ্বিতীয় সেশনেও একই কাজ করেছেন মেয়ার্স-ব্ল্যাকউড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত