Ajker Patrika

রাহুলের রেকর্ড ভেঙে সিধুর পাশে আইয়ার

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৫: ৫৬
রাহুলের রেকর্ড ভেঙে সিধুর পাশে আইয়ার

ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর জয় পেয়েছে ভারত। জয়ের পাশাপাশি এই ম্যাচে দারুণ এক ব্যক্তিগত মাইলফলকেও পা রেখেছেন টিম ইন্ডিয়ার শ্রেয়াস আইয়ার।

ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনে ব্যাটিংয়ে নামেন তিনি। ভারতকে ৩০৮ রানের সংগ্রহ এনে দেওয়ার পথে উদ্‌যাপন করেন ওয়ানডে ক্যারিয়ারের দশম ফিফটি। নিকোলাস পুরানের শততম ক্যাচ হিসেবে সাজঘরে ফেরা আইয়ার খেলেন ৫৭ বলে ৫৪ রানের ইনিংস।

ওপেনার শিখর ধাওয়ান ও শুবমান গিলের ১১৯ রানের ওপেনিং জুটি ভাঙার পর ক্রিজে আসেন এই ডানহাতি ব্যাটার। গিলের বিদায়ের পর ধাওয়ানের সঙ্গে দলের রানের গতি ধরে রাখেন তিনি। ফিফটি করার পাশাপাশি ওয়ানডেতে হাজার রানের মাইলফলকেও পা রাখেন আইয়ার।

ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে হাজারতম রানের দেখা পেলেন ২৭ বছর বয়সী তারকা। ওয়ানডেতে আইয়ারের বর্তমান রান ১০০১। এই মাইলফলকে পা রাখতে ২৫ ইনিংস লেগেছে তাঁর। দ্রুততম সময়ে হাজার রানের রেকর্ড গড়ার পথে বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের লেগেছে সমান ২৪ ইনিংস। ওয়ানডেতে হাজার রানে পা রাখতে আইয়ারের সমান ২৫ ইনিংস লেগেছিল নবজ্যোত সিং সিধুর। লোকেশ রাহুলের লেগেছিল ২৭ ইনিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত