Ajker Patrika

ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ে ভারত, নেই অশ্বিন

ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ে ভারত, নেই অশ্বিন

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। আজ বিকেলে ওভালে শুরু হচ্ছে এই টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের ফাইনাল।

ফাইনালে পেসারদের ওপরেই ভরসা রাখছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কোনো অভিজ্ঞ স্পিনার নেই একাদশে। রবীচন্দ্রন অশ্বিন থাকলেও একাদশে জায়গা হয়নি তাঁর। রোহিত অলরাউন্ডার হিসেবে রেখেছেন রবীন্দ্র জাদেজাকে। তাঁর ওপরেই থাকছে স্পিন সামলানোর দায়িত্ব। একাদশে রয়েছেন চার পেসার। 

২০২১ সালে সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারে ভারত। এবার সেই আক্ষেপে ঘোচানোর সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার। 

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিশেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, স্কট বোলান্ড।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, শিখর ভারত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত