Ajker Patrika

৮০ বছর বেঁচে থাকাই বোর্ডারের কাছে ‘মিরাকল’ 

আপডেট : ০১ জুলাই ২০২৩, ১১: ৪৭
৮০ বছর বেঁচে থাকাই বোর্ডারের কাছে ‘মিরাকল’ 

অ্যালান বোর্ডারের নেতৃত্বে ১৯৮৭ সালে প্রথম বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ক্রিকেটারের বয়স ৭০-এর কাছাকাছি। তবে জটিল এক রোগে আক্রান্ত হওয়ায় ৮০ পর্যন্ত বেঁচে থাকাই তাঁর কাছে মনে হচ্ছে ‘মিরাকল’।

বোর্ডার এখন পারকিনসনস রোগে আক্রান্ত। এ রোগে সাধারণত হাঁটার গতি কমে যাওয়া, শরীর অবশ হওয়া যায়, শরীরের ভারসাম্য রাখতে সমস্যা—এই লক্ষণগুলো দেখা দেয়। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক এই রোগে আক্রান্তের কথা জানতে পেরেছেন ২০১৬ সালে। সাত বছর পর নিজের রোগের কথা জানালেন তিনি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজকর্পকে তিনি বলেন, ‘আমি চুপচাপ থাকা স্বভাবের মানুষ। এমন খবর দিয়ে মানুষের মন খারাপ করাতে চাইনি। মানুষ খেয়াল করেছে কি না, তা বলতে পারছি না। তবে কোনো না কোনো দিন তো মানুষ জানতই। বয়স আমার ৬৮। এক চিকিৎসক বন্ধু আছে আমার। সে বলেছে, যদি ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকি, তা হবে মিরাকল। তবে অনেকের চেয়ে ভালো আছি বলে আমি বিশ্বাস করি। তেমন একটা ভয় পাচ্ছি না।’

১৯৭৮ থেকে ১৯৯৪ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বোর্ডার। ১৫৬ টেস্টে ৫০.৫৬ গড়ে করেছেন ১১১৭৪ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেছেন ২৭ সেঞ্চুরি। তাঁর নামেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজের নাম হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। আর ওয়ানডেতে ২৭৩ ম্যাচে ৩০.৬২ গড়ে ৬৫২৪ রান করেছেন। এই সংস্করণে করেছেন ৩ সেঞ্চুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত