ক্রীড়া ডেস্ক
সিরিজ বাঁচাতে কলম্বোর কোল্টসে আজ ষষ্ঠ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে জিততেই হতো। তবে ম্যাচ চলে গেছে বৃষ্টির পেটে। তাতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে গেল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজ জয়ের দিনে সেঞ্চুরি মিস করলেন তামিম।
ষষ্ঠ ওয়ানডে শুরুর আগে বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল ওয়ানডে সিরিজে। কলম্বোর কোল্টসে আজ সিরিজের শেষ ওয়ানডেতে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে খেলা হয়েছে ২৩৫ বল। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেন তামিমরা।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। দলীয় ১ রানে ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ওপেনার জাওয়াদ আবরারকে ফিরিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার থারুসা নবোদ্যা। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক তামিম। ওপেনার কালাম সিদ্দিকির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ১৬তম ওভারের তৃতীয় বলে কালামকে এলবিডব্লিউর বাদে ফেলেন লঙ্কান লেগস্পিনার হিমাল রবিহানসা।
ওপেনার কালাম ৪৫ বলে ৫ চারে ৩১ রান করেন। তৃতীয় উইকেটে রিজান হোসেনের সঙ্গে ১০৮ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ৩৭তম ওভারের দ্বিতীয় বলে তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন লঙ্কান অলরাউন্ডার কুগাথাস মাথুলান। ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯৪ রান করেন তামিম।
তামিমের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৬.২ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান। অধিনায়কের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ। ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করার পর বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। এখানেই থেমে যায় খেলা।
ছয় ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জয় দিয়ে শুরু করেছিল শ্রীলঙ্কা। এরপর টানা তিন ওয়ানডে জেতে তামিমের বাংলাদেশ। পঞ্চম ওয়ানডেতে সিরিজ প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ। তবে জেতা ম্যাচ হারায় অপেক্ষা বাড়ে তামিমদের। আজ ষষ্ঠ ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজটাই জিতল বাংলাদেশ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৩০২ রান করেন জাওয়াদ আবরার। দুটি সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান আসে তামিমের ব্যাট থেকে।
সিরিজ বাঁচাতে কলম্বোর কোল্টসে আজ ষষ্ঠ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে জিততেই হতো। তবে ম্যাচ চলে গেছে বৃষ্টির পেটে। তাতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে গেল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজ জয়ের দিনে সেঞ্চুরি মিস করলেন তামিম।
ষষ্ঠ ওয়ানডে শুরুর আগে বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল ওয়ানডে সিরিজে। কলম্বোর কোল্টসে আজ সিরিজের শেষ ওয়ানডেতে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে খেলা হয়েছে ২৩৫ বল। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেন তামিমরা।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। দলীয় ১ রানে ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ওপেনার জাওয়াদ আবরারকে ফিরিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার থারুসা নবোদ্যা। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক তামিম। ওপেনার কালাম সিদ্দিকির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ১৬তম ওভারের তৃতীয় বলে কালামকে এলবিডব্লিউর বাদে ফেলেন লঙ্কান লেগস্পিনার হিমাল রবিহানসা।
ওপেনার কালাম ৪৫ বলে ৫ চারে ৩১ রান করেন। তৃতীয় উইকেটে রিজান হোসেনের সঙ্গে ১০৮ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ৩৭তম ওভারের দ্বিতীয় বলে তামিমকে ফিরিয়ে জুটি ভাঙেন লঙ্কান অলরাউন্ডার কুগাথাস মাথুলান। ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯৪ রান করেন তামিম।
তামিমের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৬.২ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান। অধিনায়কের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ। ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করার পর বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। এখানেই থেমে যায় খেলা।
ছয় ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জয় দিয়ে শুরু করেছিল শ্রীলঙ্কা। এরপর টানা তিন ওয়ানডে জেতে তামিমের বাংলাদেশ। পঞ্চম ওয়ানডেতে সিরিজ প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ। তবে জেতা ম্যাচ হারায় অপেক্ষা বাড়ে তামিমদের। আজ ষষ্ঠ ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজটাই জিতল বাংলাদেশ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৩০২ রান করেন জাওয়াদ আবরার। দুটি সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান আসে তামিমের ব্যাট থেকে।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
১১ মিনিট আগেরানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন..
১ ঘণ্টা আগেজাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।
২ ঘণ্টা আগে