Ajker Patrika

বিপিএলের শিরোপা জিততে কুমিল্লার দরকার ১৭৬ রান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপিএলের শিরোপা জিততে কুমিল্লার দরকার ১৭৬ রান 

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে অল্পতে আটকাতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ানস। সিলেটের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৭৫ রানে। বিপিএলের শিরোপা জিততে হলে কুমিল্লার দরকার ১৭৬ রান। 

তবে সিলেটের শুরুটা ভালো ছিল না। কোনো রান না করেই ফেরেন লিগ পর্বে রানের ফোয়ারা ছোটানো তৌহিদ হৃদয়। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের দ্বিতীয় ওভারের প্রথম বলে শূন্য রানে বোল্ড হয়ে যান হৃদয়। গত তিন ম্যাচে উপরে উঠে আসা মাশরাফি বিন মর্তুজাও সুবিধা করতে পারেননি। আন্দ্রে রাসেলের বলে ইমরুল কায়েসের হাতে ১ রানে ক্যাচ দেন সিলেট অধিনায়ক। 

সিলেটকে টেনেছেন নাজমুল হোসেন শান্ত। মঈন আলীর বলে বোল্ড হওয়ার আগে ৬৪ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। ৪৫ বলে ৯ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান শান্ত। দুর্দান্ত আরেকটি ইনিংসের পথে এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। ১৫ ম্যাচে ৫১৬ রান করেছেন শান্ত। ৪টি ফিফটি তাঁর। 

শান্ত আউট হয়ে গেলেও সিলেটের ইনিংসের হাল ছুটতে দেননি মুশফিকুর রহিম। তাঁর ৭৪ রানের ইনিংসই মূলত সিলেট ১৭০ ছাড়িয়ে যাওয়া সংগ্রহ এনে দিয়েছে। ৪৮ বলের ইনিংসটি মুশফিক সাজিয়েছেন ৫ চার ও ৩ ছক্কায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত