Ajker Patrika

অনিশ্চিত শরীফুলের বিশ্বকাপ, লঙ্কানদের বিপক্ষে ফিরছেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনিশ্চিত শরীফুলের বিশ্বকাপ, লঙ্কানদের বিপক্ষে ফিরছেন তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে তাসকিন আহমেদের চোটে অস্বস্তির মধ্যে পড়েছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। চোট কাটিয়ে তাসকিন অবশ্য বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলার আশা দেখাচ্ছেন। নতুন করে অস্বস্তি আরেক পেসার শরীফুল ইসলামকে নিয়ে। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বাঁ-হাতে পেয়েছেন চোট। বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 

শরীফুলের চোট ও বিশ্বকাপে শঙ্কার প্রসঙ্গে গতকাল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘চোট একটা বড় ভাবনা হয়েছে যুক্তরাষ্ট্রে আসার আগে (তাসকিনের চোট)। যুক্তরাষ্ট্রে আসার পর শরীফুল চোটে পড়েছে। তার চোট নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত। ৬টি সেলাই লেগেছে আপনারা জানেন। সেরা ওঠার ব্যাপারটি মূল্যায়ন করতে আরও কদিন অপেক্ষা করতে হচ্ছে।’

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল ঠেকাতে গিয়ে তর্জনী ও মধ্যমার মাঝখানের জায়গায় চিড় ধরে শরীফুলের। লিপু জানিয়েছেন, আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের পর শরীফুলের অবস্থা মূল্যায়ন করবে টিম ম্যানেজমেন্ট। তাঁকে শেষ পর্যন্ত না পাওয়া গেলে রিজার্ভ বেঞ্চের হাসান মাহমুদকে বিবেচনা করবে তারা। 

লিপু বললেন, ‘বদলি হিসেবে যাকে ভাবা হচ্ছে, একজন পেস বোলার বহন করছি, হাসান মাহমুদ। তিনি আমাদের সঙ্গে আছেন। শরীফুলকে পেতে আমরা আগ্রহী। আমরা বিশ্বকাপ কত দূর পর্যন্ত যেতে পারি, সেটাও একটা ব্যাপার। ৯ জুন একটা মূল্যায়ন করে দেখি শরীফুলের, কতটা উন্নতি করে সেটা আগে দেখি। এ ছাড়া আমাদের পারফরম্যান্সও একটা ব্যাপার। তত দিনে আমাদের একটা ম্যাচ হয়ে যাবে। তখন একটা সিদ্ধান্ত নেওয়া যাবে।’ 

শরীফুলকে নিয়ে অনিশ্চয়তার মাঝে বাংলাদেশকে আশা দেখাচ্ছেন তাসকিন। নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়ে বল ঠেকাতে গিয়ে পাঁজরে চোট পান তাসকিন। 

লঙ্কানদের বিপক্ষে ফিট তাসকিনকে পাওয়ার আশা লিপুর, ‘আশার কথা হচ্ছে তাসকিন আজকে (গতকাল) যে বোলিং করেছেন এবং যে প্রতিক্রিয়া একটু আগে পেলাম সেটি। তার পুনর্বাসন প্রক্রিয়া এবং তার যে পারফরম্যান্স বিশ্লেষণ, সে অনুয়ায়ী আশা করতে পারি, যদি অন্য কোনো ব্যাঘাত না ঘটে তাহলে তিনি শ্রীলঙ্কার সঙ্গে খেলতে পারবেন। এখন পর্যন্ত চিকিৎসা বিভাগ থেকে আমরা এটাই জেনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত