Ajker Patrika

রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতব, জয় শাহর প্রতিজ্ঞা

রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতব, জয় শাহর প্রতিজ্ঞা

হার্দিক পান্ডিয়ার কাছে মুম্বাই ইন্ডিয়ানসের নেতৃত্ব হারিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত শর্মা অধিনায়কত্ব করবেন কিনা সেটি নিয়ে ছিল শঙ্কা। এ বছরের শুরুতে ফেরার আগে লম্বা সময় ভারতের হয়ে সংক্ষিপ্ত সংস্করণের এ ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। তবে সব শঙ্কা উড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আগেভাগে জানিয়ে দিল, রোহিতে নেতৃত্বে মার্কিন মুলুকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত। 

 ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে আর কোনো আইসিসি শিরোপা জেতা হয়নি ভারতের। গত বছর নিজেদের মাটিতে রোহিতের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে ওঠে হারে অস্ট্রেলিয়ার কাছে। এরপরও অবশ্য যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁর ওপরে আস্থা রাখছে বিসিসিআই। সেটিই জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। 

আজ থেকে রাজকোটে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। এই টেস্টের আগে পাল্টানো হয়েছে এই স্টেডিয়ামের নাম। স্বরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পাল্টে রাখা হচ্ছে নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়াম। গতকাল এই নাম পাল্টানোর অনুষ্ঠানে এসেছিলেন জয় শাহ। সেখানেই তিনি বলেছেন, ‘২০২৩ বিশ্বকাপে আমরা টানা ১০ জয় পেলেও ফাইনালে জিততে পারিনি, তবে হৃদয় জিতেছি। আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে, বার্বাডোসে রোহিত শর্মার নেতৃত্বে আমরা শিরোপা উঁচিয়ে ধরতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত