Ajker Patrika

আইসিসি প্রেসিডেন্ট বার্কলে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মে ২০২২, ১৬: ০৩
আইসিসি প্রেসিডেন্ট বার্কলে ঢাকায়

দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি গ্রেগ বার্কলে। আজ দুপুর ১টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরর অবতরণ করেন তিনি। 

ঢাকা সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। সফর সূচি অনুযায়ী বিসিবির বিভিন্নি কাঠামো ঘুরে দেখবেন বার্কেল। এ ছাড়াও পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখার কথা আছে তাঁর। বিমানবন্দর থেকেই শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছেন তিনি। 

বার্কলের ঢাকা সফরের কর্মসূচি নিয়ে গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছিলেন, ‘আমাদের কিছু অবকাঠামো দেখবেন তিনি। শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে যাবেন তিনি তার। উনি হয়তো ওখানে যাবেন, কিছু আলাপ-আলোচনা হবে।’ 

আইসিসির চেয়ারম্যানের সম্মানে বিসিবি'র নৈশভোজ। এ ছাড়াও বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম ঘণ্টা মাঠে বসে দেখার কথাও রয়েছে বার্কলের। 

২০২০ সালে আইসিসির সভাপতি পদ থেকে ভারতের শশাঙ্ক মনোহর দায়িত্ব ছাড়ার পর সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। এরপর আইসিসির সভাপতি পদে নির্বাচিত হন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত