Ajker Patrika

শচীনকে ছাড়িয়ে ২৫ হাজারি ক্লাবে কোহলি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ১৩
শচীনকে ছাড়িয়ে ২৫ হাজারি ক্লাবে কোহলি

বিরাট কোহলির নামের সাথে রেকর্ড শব্দটির সম্পর্ক খুব ঘনিষ্ঠ। মাঠে নামলেই একের পর এক রেকর্ড গড়েন ভারতের সাবেক এই অধিনায়ক। দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে আরও একটি রেকর্ড স্পর্শ করেছেন কোহলি। 

তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে আজ দ্রুততম ২৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে দারুণ এই রেকর্ডে নাম লিখান তিনি। ৫৪৮ ইনিংস খেলে এই রেকর্ড ছুঁয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের এই মাইলফলক ছুঁতে লেগেছে ৫৭৭ ইনিংস। এর আগে দ্রুততম ক্রিকেটার হিসেবে ১৫ হাজার এবং ২০ হাজার রান করেন কোহলি।  

চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজে কোহলির ব্যাট তেমন হাসেনি। সিরিজের দুই টেস্টের তিন ইনিংসে ৭৬ রান করেন তিনি। কোহলি রান না পেলেও ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি ভারতের। প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানের বড় জয়ের পর দ্বিতীয় টেস্টেও ৭ উইকেটের জয় পায় স্বাগতিকেরা।

 
ব্যাটার                      ইনিংস           দেশ
বিরাট কোহলি             ৫৪৮            ভারত 
শচীন টেন্ডুলকার         ৫৭৭            ভারত 
রিকি পন্টিং                ৫৮৮           অস্ট্রেলিয়া 
জ্যাক ক্যালিস            ৫৯৪        দক্ষিণ আফ্রিকা
কুমার সাঙ্গাকারা         ৬০৮           শ্রীলঙ্কা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত