নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে চোটে পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর বেশ কয়েকটি সিরিজে খেলা হয়নি তাঁর। প্রায় ৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন তিনি। তবে চোটের দুনিয়ায় ঠিক কত দিন দলে স্থায়ী থাকতে পারবেন, সেটা জানেন না এই পেস অলরাউন্ডার।
ক্রিকেটারদের সঙ্গে চোট ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। যেকোনো সিরিজ শুরুর আগে কিংবা মাঝপথে চোটে পড়ে ছিটকে পড়েন তারা। চোটের জন্য লম্বা সময় খেলার বাইরে থাকতে হয় তাদের। সাইফউদ্দিনকেও চোটের কারণে জাতীয় দল থেকে বাইরে থাকতে হয়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা বলের সংস্করণের দল দিয়ে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি।
গত কয়েক দিন ধরে মিরপুরে অনুশীলন করেছেন সাইফউদ্দিন। আগামী ২২ তারিখ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সঙ্গে উইন্ডিজে যাওয়ার কথা তাঁর। আজ মিরপুরে জিম সেশনের পর সাংবাদিকদের তিনি বলেছেন, ‘যারা অনেক ভাগ্যবান, তারা চোট ছাড়া অনেক দিন খেলে যেতে পারে। বেশির ভাগ পেস বোলারেরই এমন থাকে। জানি না আবার কয়দিন খেলতে পারব। পারফরম্যান্স ও চোটের ব্যাপার আছে। চেষ্টা করছি, কী হবে তা কারও হাতে নেই।’
লম্বা সময় পর ফেরার চ্যালেঞ্জটা কেমন হবে, জানতে চাইলে এই পেসার বলেন, ‘কোনো চ্যালেঞ্জ নেই। সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব। কোনো লক্ষ্য নির্ধারণ করিনি। দলের জয়ে ১০ রানও গুরুত্বপূর্ণ হলে সেটা আমার জন্যও গুরুত্বপূর্ণ। দলের জন্য উইকেট কাজে লাগলে এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে চোটে পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর বেশ কয়েকটি সিরিজে খেলা হয়নি তাঁর। প্রায় ৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন তিনি। তবে চোটের দুনিয়ায় ঠিক কত দিন দলে স্থায়ী থাকতে পারবেন, সেটা জানেন না এই পেস অলরাউন্ডার।
ক্রিকেটারদের সঙ্গে চোট ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। যেকোনো সিরিজ শুরুর আগে কিংবা মাঝপথে চোটে পড়ে ছিটকে পড়েন তারা। চোটের জন্য লম্বা সময় খেলার বাইরে থাকতে হয় তাদের। সাইফউদ্দিনকেও চোটের কারণে জাতীয় দল থেকে বাইরে থাকতে হয়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা বলের সংস্করণের দল দিয়ে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি।
গত কয়েক দিন ধরে মিরপুরে অনুশীলন করেছেন সাইফউদ্দিন। আগামী ২২ তারিখ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সঙ্গে উইন্ডিজে যাওয়ার কথা তাঁর। আজ মিরপুরে জিম সেশনের পর সাংবাদিকদের তিনি বলেছেন, ‘যারা অনেক ভাগ্যবান, তারা চোট ছাড়া অনেক দিন খেলে যেতে পারে। বেশির ভাগ পেস বোলারেরই এমন থাকে। জানি না আবার কয়দিন খেলতে পারব। পারফরম্যান্স ও চোটের ব্যাপার আছে। চেষ্টা করছি, কী হবে তা কারও হাতে নেই।’
লম্বা সময় পর ফেরার চ্যালেঞ্জটা কেমন হবে, জানতে চাইলে এই পেসার বলেন, ‘কোনো চ্যালেঞ্জ নেই। সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব। কোনো লক্ষ্য নির্ধারণ করিনি। দলের জয়ে ১০ রানও গুরুত্বপূর্ণ হলে সেটা আমার জন্যও গুরুত্বপূর্ণ। দলের জন্য উইকেট কাজে লাগলে এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।’
ওয়ানডে থেকে টি-টোয়েন্টি—সংস্করণ বদলাতেই যেন বদলে গেলেন বাবর আজম। কদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের ছিল দুটি ফিফটি, এবার টি-টোয়েন্টিতে রানের জন্য রীতিমতো ধুঁকছেন তিনি। একজন অধিনায়ককে যখন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, তাঁর বেলায় ঘটছে উল্টো।
২৬ মিনিট আগেমেহেদী হাসান মিরাজ এখন ব্যস্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে আছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এই টেস্টের মাঝেই তাঁর নাম দেখা গেল কানাডা লিগে।
১ ঘণ্টা আগেমেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
২ ঘণ্টা আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগে