Ajker Patrika

ওয়েস্ট ইন্ডিজ সফর

টেস্ট সিরিজ শেষ মুশফিকের, ওয়ানডেতে পাওয়ার আশা

অনলাইন ডেস্ক
আঙুলের চোটে আফগানিস্তান সিরিজের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও শেষ মুশফিকুর রহিমের। ছবি: সংগৃহীত
আঙুলের চোটে আফগানিস্তান সিরিজের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও শেষ মুশফিকুর রহিমের। ছবি: সংগৃহীত

মুশফিকুর রহিমের বাঁ হাতের আঙুলে ব্যান্ডেজ। আঙুলের চোটে আফগানিস্তান সিরিজ শেষ হয়ে গেছে এ উইকেটরক্ষক-ব্যাটারের। জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও পাওয়া যাবে না তাঁকে। তবে টেস্ট সিরিজের পর সফরে ওয়ানডে সিরিজে মুশফিককে পাওয়ার আশা বিসিবির।

বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে মুশফিকের আঙুলের ব্যান্ডেজ খোলা হবে দুই সপ্তাহ পর। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুর দিনই ব্যান্ডেজ খোলা হবে। প্রায় স্পষ্ট, লাল বলের সিরিজে থাকছেন না মুশফিক।

মুশফিকের চোট প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘মুশফিকের আঙুলের ব্যান্ডেজ খুলব আমরা দুই সপ্তাহ পর। ব্যান্ডেজ খোলার পরই আঙুলের চোটের পরবর্তী অবস্থা কেমন তা নিরূপণ করব। এই সময় ক্রিকেটের বাইরে থাকতে হবে তাকে। অবস্থা ভালো হলে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার মাঠে ফিরবেন।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ৮ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, সেখানে মুশফিককে পাওয়ার আশা বিসিবির। তবে সাদা বলের সিরিজেও তাঁর খেলাটা নির্ভর করছে আঙুলের অবস্থা ও চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার ওপর।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, ‘মুশফিকের চোটের ব্যাপারে আমাদের চিকিৎসকেরা যা জানিয়েছে, তাতে সেরে উঠতে এক মাসের কাছাকাছি সময় লাগবে। সে হিসেবে তাকে আমরা টেস্ট সিরিজে পাচ্ছি না। ওয়ানডে সিরিজ নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আঙুলের চোট ভালো হয়ে গেলে ওয়ানডে সিরিজে থাকতে পারে।’

গত পরশু শারজায় আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে আঘাত পান মুশফিক। পরে ব্যথা কমার জন্য তাঁকে বিশ্রাম নিতে বলা হয়। যে কারণেই মূলত ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয় টিম ম্যানেজমেন্টকে। ম্যাচের পর জানা যায়, মুশফিকের আঙুলে ফ্র্যাকচার হয়েছে। ছিটকে যান সিরিজ থেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত