Ajker Patrika

‘বাংলাদেশের চেয়ে মোস্তাফিজ ভাই আইপিএল ভালো উপভোগ করেন’

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২১: ৫১
‘বাংলাদেশের চেয়ে মোস্তাফিজ ভাই আইপিএল ভালো উপভোগ করেন’

বাংলাদেশের হয়ে অনেক দিন ধরেই ছন্দে নেই মোস্তাফিজুর রহমান। জাতীয় দলের হয়ে না করলেও এবারের আইপিএলে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন তিনি। ফিরে পেয়েছেন নিজের পুরোনো ফর্ম। চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করায় দেশ-বিদেশের অনেক ক্রিকেট বিশেষজ্ঞের কাছ থেকে পাচ্ছেন প্রশংসাও।

তেমনি প্রশংসা ঝরল মোস্তাফিজের জাতীয় দলের সতীর্থ শরিফুল ইসলামের কণ্ঠেও। আজ ডিপিএলে সুপার লিগে আবাহনীর জয়ের ম্যাচে ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া বাঁহাতি পেসার বলেছেন, ‘অবশ্যই, প্রতিটি ম্যাচ দেখি, মোস্তাফিজ ভাইয়ের প্রতিটি বল দেখি। তাঁর সঙ্গে ম্যাচের পরের দিন কথা হয়। আমার মনে হয়, বাংলাদেশের চেয়ে মোস্তাফিজ ভাই আইপিএল ভালো উপভোগ করেন।’

আইপিএলের হয়ে ভালো করার কারণটাও ব্যাখ্যা করেছেন শরিফুল। জাতীয় দলের চেয়ে আইপিএলে চাপ কম বলে মনে করে বাঁহাতি পেসার বলেছেন, ‘কারণ চাপটা কম। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে, একটু খারাপ করলে অনেক চাপ পড়ে।’

এবারের আইপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১১ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। টুর্নামেন্টের শুরুতে অনেক দিন ‘পার্পল ক্যাপ’ ধরে রাখা বাংলাদেশি পেসার অবশ্য শেষ দুই ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় উইকেটশিকারির তালিকায় স্যাম কারানের সঙ্গে যৌথভাবে পাঁচে আছেন। শেষ দুই ম্যাচের পারফরম্যান্স নিয়ে শরিফুল বলেছেন, ‘তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। হয়তো শেষ দুই একটা ম্যাচ আশানুরূপ পারফরম্যান্স করতে পারে নাই। আর চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে। কারণ, তিনি তো শেষ কয়েক বছর ধরে ভালো করছেন। তিনি ভালো করছিলেন, কিন্তু সবার চাওয়া অনুযায়ী হয়তো দুই-একটা ম্যাচে করতে পারেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত