ক্রীড়া ডেস্ক
২০২৪ আইপিএলের শেষ ম্যাচ আজই খেলছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস খেলছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। চেন্নাইয়ের একাদশে জায়গা পেয়েছেন ফিজ। সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ ফিরে পাওয়ার চ্যালেঞ্জ মোস্তাফিজের কাছে।
এবারের আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ, জসপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেল। তবে খরুচে বোলিংয়ের কারণে পার্পল ক্যাপ নেই মোস্তাফিজের কাছে। বুমরা বোলিং করেছেন ৬.৪০ ইকোনমিতে। মোস্তাফিজের ইকোনমি ৯.৭৫। হার্শালের ইকোনমি ১০.১৮। বর্তমানে তাঁর দল পাঞ্জাব ফিল্ডিং করছে। টস জিতে ফিল্ডিং নিয়েছেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান। পাঞ্জাব অধিনায়কও পার্পল ক্যাপের দৌড়ে আছেন। কারান এখন পর্যন্ত নিয়েছেন ১২ উইকেট। পাঞ্জাবের আরেক বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়েরও ১২ উইকেট।
মাথিসা পাতিরানা ও মোস্তাফিজকে নিয়ে আজ বাংলাদেশ সময় বেলা ১টা ২০ মিনিটে চেন্নাই সুপার কিংসের ফেসবুক পেজে একটি রিলস পোস্ট করা হয়েছে। রিলসে দেখা গেছে, পাতিরানা ও মোস্তাফিজ লুকোচুরি খেলছেন। একপাশ থেকে উঁকি দিচ্ছেন পাতিরানা। অন্যপাশ থেকে উঁকি দিচ্ছেন ফিজ। ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ডেথ ওভারে তাঁরা মিলেমিশে বোলিং করেন।’ চোটের কারণে অবশ্য পাঞ্জাবের বিপক্ষে পাতিরানা খেলতে পারছেন না বলে জানিয়েছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ৭.৬৮ ইকোনমিতে পাতিরানা এবারের আইপিএলে নিয়েছেন ১৩ উইকেট নিয়েছেন।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি আট বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৪ ৬.৪০ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১৪ ৯.৭৫ চেন্নাই সুপার কিংস
হার্শাল প্যাটেল ১৪ ১০.১৮ পাঞ্জাব কিংস
মাথিসা পাতিরানা ১৩ ৭.৬৮ চেন্নাই সুপার কিংস
টি নটরাজন ১৩ ৯.০০ সানরাইজার্স হায়দরাবাদ
যুজবেন্দ্র চাহাল ১৩ ৯.০০ রাজস্থান রয়্যালস
জেরাল্ড কোয়েটজি ১৩ ১০.০৬ দিল্লি ক্যাপিটালস
মুকেশ কুমার ১৩ ১১.০৫ মুম্বাই ইন্ডিয়ানস
*২০২৪ এর ৩০ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
২০২৪ আইপিএলের শেষ ম্যাচ আজই খেলছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস খেলছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। চেন্নাইয়ের একাদশে জায়গা পেয়েছেন ফিজ। সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ ফিরে পাওয়ার চ্যালেঞ্জ মোস্তাফিজের কাছে।
এবারের আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ, জসপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেল। তবে খরুচে বোলিংয়ের কারণে পার্পল ক্যাপ নেই মোস্তাফিজের কাছে। বুমরা বোলিং করেছেন ৬.৪০ ইকোনমিতে। মোস্তাফিজের ইকোনমি ৯.৭৫। হার্শালের ইকোনমি ১০.১৮। বর্তমানে তাঁর দল পাঞ্জাব ফিল্ডিং করছে। টস জিতে ফিল্ডিং নিয়েছেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান। পাঞ্জাব অধিনায়কও পার্পল ক্যাপের দৌড়ে আছেন। কারান এখন পর্যন্ত নিয়েছেন ১২ উইকেট। পাঞ্জাবের আরেক বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়েরও ১২ উইকেট।
মাথিসা পাতিরানা ও মোস্তাফিজকে নিয়ে আজ বাংলাদেশ সময় বেলা ১টা ২০ মিনিটে চেন্নাই সুপার কিংসের ফেসবুক পেজে একটি রিলস পোস্ট করা হয়েছে। রিলসে দেখা গেছে, পাতিরানা ও মোস্তাফিজ লুকোচুরি খেলছেন। একপাশ থেকে উঁকি দিচ্ছেন পাতিরানা। অন্যপাশ থেকে উঁকি দিচ্ছেন ফিজ। ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ডেথ ওভারে তাঁরা মিলেমিশে বোলিং করেন।’ চোটের কারণে অবশ্য পাঞ্জাবের বিপক্ষে পাতিরানা খেলতে পারছেন না বলে জানিয়েছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ৭.৬৮ ইকোনমিতে পাতিরানা এবারের আইপিএলে নিয়েছেন ১৩ উইকেট নিয়েছেন।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি আট বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৪ ৬.৪০ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১৪ ৯.৭৫ চেন্নাই সুপার কিংস
হার্শাল প্যাটেল ১৪ ১০.১৮ পাঞ্জাব কিংস
মাথিসা পাতিরানা ১৩ ৭.৬৮ চেন্নাই সুপার কিংস
টি নটরাজন ১৩ ৯.০০ সানরাইজার্স হায়দরাবাদ
যুজবেন্দ্র চাহাল ১৩ ৯.০০ রাজস্থান রয়্যালস
জেরাল্ড কোয়েটজি ১৩ ১০.০৬ দিল্লি ক্যাপিটালস
মুকেশ কুমার ১৩ ১১.০৫ মুম্বাই ইন্ডিয়ানস
*২০২৪ এর ৩০ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪ ঘণ্টা আগে