Ajker Patrika

না চেয়েও বিশ্রাম পেলেন মুশফিক

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯: ১৩
না চেয়েও বিশ্রাম পেলেন মুশফিক

পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিমের থাকা না থাকা নিয়ে অনেক কথাই হচ্ছিল। যদিও না থাকার কথাই বেশি শোনা গেছে। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেই দলে রাখা হয়নি মুশফিককে। নান্নু জানিয়েছেন, বিশ্রাম দেওয়া হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে।

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ আর বিশ্বকাপ মিলিয়ে টানা খেলার মধ্যে ছিলেন মুশফিক। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পারফরম্যান্স আর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে ছিলেন এই ব্যাটার। ধারণা করা হচ্ছিল, পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নেবেন মুশফিক। তবে মুশফিক নিজে বিশ্রাম চাননি বলে জানিয়েছেন নান্নু। বিসিবির এই প্রধান নির্বাচক বলেছেন, ‘এ ধরনের কোনো আলোচনাই হয়নি। আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে, সামনের চারটি টেস্টের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’  

চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না সাকিব আল হাসান। একই কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। সেখানে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য সাকিব-তামিমকে পাওয়া নিয়ে শঙ্কা আছে! সবদিক চিন্তা করে তাই মুশফিককে টেস্টের জন্য সতেজ রাখতে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। 

পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে বাংলাদেশের। আজ প্রধান নির্বাচক নান্নু মুশফিকের বিশ্রাম প্রসঙ্গে বলতে গিয়ে আরও বললেন, ‘পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। পরপরই নিউজিল্যান্ডের সিরিজ। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তামিমের মতো সিনিয়র ক্রিকেটারের একটা চোট আছে। টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত