Ajker Patrika

অধিনায়ক হতে প্রস্তুত তাসকিন

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৮: ৪৪
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আজ শারজায় গেলেন তাসকিন আহমেদ। আজকের পত্রিকা ফাইল ছবি
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আজ শারজায় গেলেন তাসকিন আহমেদ। আজকের পত্রিকা ফাইল ছবি

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়কের দায়িত্ব ছাড়ার গুঞ্জনের পরই কৌতূহল তৈরি হয় কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক। টেস্ট ও ওয়ানডে অধিনায়কের তালিকায় এরই মধ্যে মেহেদী হাসান মিরাজ আর টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে আলোচনায় তাসকিন আহমেদের নাম। আজ শারজায় রওনা দেওয়ার আগে তাসকিনও বলে গেলেন, বিসিবি চাইলে তিনি অধিনায়ক হতে প্রস্তুত।

শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে আজ তাসকিন বললেন, ‘অধিনায়ক ঠিক করার বিষয়গুলো বোর্ডের সিদ্ধান্তে। বিসিবি যদি চায়, কেন নয় (অধিনায়ক হতে)? কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্ত।’

তাসকিনের আশা আফগানিস্তানের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ, ‘এই সিরিজে ভালো কিছু হবে। ভালো কিছু হলে আমাদের খারাপ সময় পেছনে চলে যাবে।’ শারজার উইকেট সাধারণত স্পিন-সহায়ক উইকেট হয়ে থাকে। উইকেটের চ্যালেঞ্জ নিয়ে তাসকিন বললেন, ‘সাদা বলে ভালো উইকেটে খেলা হয়। এই চ্যালেঞ্জ নিতে হবে।’ তিনি আরও যোগ করলেন, ‘সিরিজ চ্যালেঞ্জিং হবে। আমরা জিতব ইনশা আল্লাহ।’

আফগানিস্তান সিরিজ খেলতে বাংলাদেশ দলের একাংশ আজ রওনা দিয়েছে। এই ভাগে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ সৌম্য সরকার, তানজিদ তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন। দলের বাকি ক্রিকেটাররা আগামীকাল একই সময়ে আমিরাতগামী ফ্লাইট ধরবেন। সিরিজের প্রথম ওয়ানডে ৬ নভেম্বর, দ্বিতীয়টি ৯ নভেম্বর, তৃতীয়টি ১১ নভেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত