ক্রীড়া ডেস্ক
কী দারুণ ছন্দেই না ছিল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়নস লিগেও দাপট দেখিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল। পিএসজির মাঠে প্রথম লেগ জিতে কোয়ার্টার ফাইনালের সম্ভাবনাও জাগিয়ে রেখেছিল। কিন্তু ফিরতে লেগে নিজেদের মাঠ অ্যানফিল্ডেই খেই হারালেন মোহাম্মদ সালহরা। প্রথম লেগের শেষদিকে হার্ভি এলিয়টের গোলে জিতেছিল লিভারপুল। ফিরতি লেগের শুরুতে উসমান দেম্বেলের লক্ষ্যভেদে সমতা টানল পিএসজি। তারপর লড়াইয়ের ফয়সালার হলো টাইব্রেকারে।
পেনাল্টি শুট আউটে সেখানে নায়ক বনে গেলেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। অসাধারণ দক্ষতায় তিনি আটকে দিলেন অলরেডদের দুটি শট। এতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিসিয়ানরা। আর শেষ ষোলো থেকে বিদায় নিল লিভারপুল। দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় ছিল। টাইব্রেকারে ৪-১ গোলে জিতেছে লুইস এনরিকের শিষ্যরা।
১২০ মিনিটের ম্যাচে অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহ শুরু থেকেই উজ্জীবিত ছিলেন। প্যারিসে ছিলেন অনেকটা খোলস বন্দী। নিজেদের মাঠে অতিথিদের রক্ষণ দেয়াল ভেঙে ম্যাচের প্রথম ছয় মিনিটেই পরিষ্কার দুটি সুযোগ পেয়ে যান, যদিও একটি শটও লক্ষ্যে রাখতে পারেননি মিশরের এই তারকা ফুটবলার। পরের চার মিনিটে গোলে আরও দুটি শট নেয় লিভারপুল। এরপরই দারুণ এক পাল্টা আক্রমণে, স্বাগতিক রক্ষণের ছোট এক ভুলের অ্যানফিল্ড স্তব্ধ করে দেন দেম্বেলে।
ম্যাচের ১২ মিনিটে মাঝমাঠে বল পেয়ে দেম্বেলে ডান দিকে ব্র্যাডলি বার্কোলাকে বাড়িয়ে দ্রুত এগিয়ে যান ডি-বক্সে, সতীর্থের উদ্দেশ্যে ফিরতি পাস দেন বার্কোলা। স্বাগতিক ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে বলের কাছে আগেভাগে পৌঁছালেও ক্লিয়ার করতে পারেননি। গোলরক্ষক আলিসন বেকারের পাশ দিয়ে বল চলে যায় গোলমুখে, আর সবার বাধা এড়িয়ে ছোট্ট টোকায় কাজ সারেন ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। তারপর আর প্রত্যাবর্তন করতে পারেনি লিভারপুল।
কী দারুণ ছন্দেই না ছিল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়নস লিগেও দাপট দেখিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল। পিএসজির মাঠে প্রথম লেগ জিতে কোয়ার্টার ফাইনালের সম্ভাবনাও জাগিয়ে রেখেছিল। কিন্তু ফিরতে লেগে নিজেদের মাঠ অ্যানফিল্ডেই খেই হারালেন মোহাম্মদ সালহরা। প্রথম লেগের শেষদিকে হার্ভি এলিয়টের গোলে জিতেছিল লিভারপুল। ফিরতি লেগের শুরুতে উসমান দেম্বেলের লক্ষ্যভেদে সমতা টানল পিএসজি। তারপর লড়াইয়ের ফয়সালার হলো টাইব্রেকারে।
পেনাল্টি শুট আউটে সেখানে নায়ক বনে গেলেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। অসাধারণ দক্ষতায় তিনি আটকে দিলেন অলরেডদের দুটি শট। এতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিসিয়ানরা। আর শেষ ষোলো থেকে বিদায় নিল লিভারপুল। দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় ছিল। টাইব্রেকারে ৪-১ গোলে জিতেছে লুইস এনরিকের শিষ্যরা।
১২০ মিনিটের ম্যাচে অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহ শুরু থেকেই উজ্জীবিত ছিলেন। প্যারিসে ছিলেন অনেকটা খোলস বন্দী। নিজেদের মাঠে অতিথিদের রক্ষণ দেয়াল ভেঙে ম্যাচের প্রথম ছয় মিনিটেই পরিষ্কার দুটি সুযোগ পেয়ে যান, যদিও একটি শটও লক্ষ্যে রাখতে পারেননি মিশরের এই তারকা ফুটবলার। পরের চার মিনিটে গোলে আরও দুটি শট নেয় লিভারপুল। এরপরই দারুণ এক পাল্টা আক্রমণে, স্বাগতিক রক্ষণের ছোট এক ভুলের অ্যানফিল্ড স্তব্ধ করে দেন দেম্বেলে।
ম্যাচের ১২ মিনিটে মাঝমাঠে বল পেয়ে দেম্বেলে ডান দিকে ব্র্যাডলি বার্কোলাকে বাড়িয়ে দ্রুত এগিয়ে যান ডি-বক্সে, সতীর্থের উদ্দেশ্যে ফিরতি পাস দেন বার্কোলা। স্বাগতিক ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে বলের কাছে আগেভাগে পৌঁছালেও ক্লিয়ার করতে পারেননি। গোলরক্ষক আলিসন বেকারের পাশ দিয়ে বল চলে যায় গোলমুখে, আর সবার বাধা এড়িয়ে ছোট্ট টোকায় কাজ সারেন ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। তারপর আর প্রত্যাবর্তন করতে পারেনি লিভারপুল।
আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় অনুযায়ী, আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে তিন সংস্করণের সিরিজ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। হঠাৎ এই সিরিজ বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। আর্থিক সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১৬ মিনিট আগেদুবাইয়ে ৯ মার্চ রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। আইসিসির এই ইভেন্টে শুবমান গিল দারুণ খেলেছেন। চ্যাম্পিয়ন হওয়ার এক সপ্তাহের মধ্যেই আইসিসির পুরস্কার পেলেন ভারতীয় এই তারকা ক্রিকেটার।
৪০ মিনিট আগেগত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই কুড়ি ওভারের সংস্করণকে বিদায় বলেন রোহিত শর্মা। সদ্য শেষ হওয়ায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেও গুঞ্জনে ডালপালা মেলে—ফাইনাল ম্যাচ খেলে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিতে পারেন ভারতীয় অধিনায়ক। তবে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতল ভারতই।
১ ঘণ্টা আগেবিশ্ব ক্রিকেটে ভারতের অনেক বেশি প্রভাব থাকাতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) বিদ্রুপ করে ভারতীয় ক্রিকেট সংস্থাও বলে থাকেন অনেকে। গত এক দশকে আইসিসি এভাবেই উপহাসের শিকার হচ্ছে বারবার। স্যার অ্যান্ডি রবার্টস সেটাই যেন আবার মনে করিয়ে দিলেন।
২ ঘণ্টা আগে