ক্রীড়া ডেস্ক, ঢাকা
কোপা আমেরিকার ফাইনালের পর গতকাল রাতে আরও একবার ব্রাজিল-আর্জেন্টিনার মহারণের কথা ছিল। তবে সেই মহারণের উত্তাপ উপভোগ করতে পারেননি ফুটবলপ্রেমীরা। নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও ম্যাচ শুরুর পরপরই তা ভেস্তে যায়। পরে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অবশ্য জানিয়েছেন, ব্রাজিল-আর্জেন্টিনা দুই পক্ষই খেলা চালিয়ে নেওয়ার পক্ষে ছিল।
সাও পাওলোতে ম্যাচ শুরু হওয়ার ৭ মিনিটের সময় ব্রাজিলিয়ান স্বাস্থ্য অধিদপ্তরের (অ্যানভিসা) কর্তারা ডাগ আউটে উপস্থিত হয়ে দাবি করেন, কোয়ারেন্টিন বিধি ভঙ্গ করেছে আর্জেন্টিনা, চারজন ফুটবলারের ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই মাঠে নেমেছে। শুরু হয় হট্টগোল। ম্যাচের মাঝে আচমকা এমন বিপত্তিতে থমকে যায় খেলা। ব্রাজিলের করোনা বিধিনিষেধের কারণে শেষমেশ ম্যাচটি আর মাঠে গড়ায়নি।
মাঝপথে ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় চটেছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। তাঁর দাবি, ম্যাচের আগে জানানোই হয়নি যে এই চার ফুটবলার খেলতে পারবে না। স্কালোনি বলেছেন, ‘একবারও আমাদের জানানো হয়নি যে তারা ম্যাচটি খেলতে পারবে না। আমরা ম্যাচটি খেলতে চেয়েছিলাম, ব্রাজিলিয়ান ফুটবলাররাও।’
ম্যাচ স্থগিত নিয়ে ক্ষোভ ঝাড়ার পাশাপাশি নিজের খারাপ লাগার কথাও জানিয়েছেন স্কালোনি। তিনি বলেছেন, সত্যটা হলো, এটা আমাকে ব্যথিত করেছে। আমি এখানে কাউকে দোষারোপ করতে যাব না। যেটা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক। যদি কিছু ঘটেই থাকে অথবা নাও ঘটে থাকে, সেটা নিয়ে হস্তক্ষেপ করার সময় এটা ছিল না। বিষয়টি আমাকে কষ্ট দিয়েছে। ম্যাচটি উপভোগ করা উচিত ছিল। আমি জানি না, আমার এখন কী বলা উচিত।’
কোপা আমেরিকার ফাইনালের পর গতকাল রাতে আরও একবার ব্রাজিল-আর্জেন্টিনার মহারণের কথা ছিল। তবে সেই মহারণের উত্তাপ উপভোগ করতে পারেননি ফুটবলপ্রেমীরা। নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও ম্যাচ শুরুর পরপরই তা ভেস্তে যায়। পরে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অবশ্য জানিয়েছেন, ব্রাজিল-আর্জেন্টিনা দুই পক্ষই খেলা চালিয়ে নেওয়ার পক্ষে ছিল।
সাও পাওলোতে ম্যাচ শুরু হওয়ার ৭ মিনিটের সময় ব্রাজিলিয়ান স্বাস্থ্য অধিদপ্তরের (অ্যানভিসা) কর্তারা ডাগ আউটে উপস্থিত হয়ে দাবি করেন, কোয়ারেন্টিন বিধি ভঙ্গ করেছে আর্জেন্টিনা, চারজন ফুটবলারের ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই মাঠে নেমেছে। শুরু হয় হট্টগোল। ম্যাচের মাঝে আচমকা এমন বিপত্তিতে থমকে যায় খেলা। ব্রাজিলের করোনা বিধিনিষেধের কারণে শেষমেশ ম্যাচটি আর মাঠে গড়ায়নি।
মাঝপথে ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় চটেছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। তাঁর দাবি, ম্যাচের আগে জানানোই হয়নি যে এই চার ফুটবলার খেলতে পারবে না। স্কালোনি বলেছেন, ‘একবারও আমাদের জানানো হয়নি যে তারা ম্যাচটি খেলতে পারবে না। আমরা ম্যাচটি খেলতে চেয়েছিলাম, ব্রাজিলিয়ান ফুটবলাররাও।’
ম্যাচ স্থগিত নিয়ে ক্ষোভ ঝাড়ার পাশাপাশি নিজের খারাপ লাগার কথাও জানিয়েছেন স্কালোনি। তিনি বলেছেন, সত্যটা হলো, এটা আমাকে ব্যথিত করেছে। আমি এখানে কাউকে দোষারোপ করতে যাব না। যেটা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক। যদি কিছু ঘটেই থাকে অথবা নাও ঘটে থাকে, সেটা নিয়ে হস্তক্ষেপ করার সময় এটা ছিল না। বিষয়টি আমাকে কষ্ট দিয়েছে। ম্যাচটি উপভোগ করা উচিত ছিল। আমি জানি না, আমার এখন কী বলা উচিত।’
ভয়াবহ বন্যা আঘাত হেনেছে আর্জেন্টিনায়। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনজীবন বিপর্যস্ত। দেশের মানুষের এই দুঃসময়ে প্রাণ কাঁদছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির।
১৪ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে সেটা জানা গেছে। আর নতুন চুক্তি অনুযায়ী বিসিবির সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
৩ ঘণ্টা আগেতামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, আজিজুল হাকিম তামিম—তিন তামিমেরই উপস্থিতি ছিল আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তামিম ইকবাল খেলোয়াড় হিসেবে না থাকলেও পৃষ্ঠপোষক হিসেবে থেকেছেন। তাঁর দলকে আজ হেসেখেলে হারিয়েছে অগ্রণী ব্যাংক।
৪ ঘণ্টা আগে