নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় আইপিএল-পিএসএলের প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছিল তাঁকে। এবার সুখবরই পেলেন তাসকিন আহমেদ। আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম সংস্করণে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই পেসার। যদিও গত বছর জিম-আফ্রো টি-টেন লিগে খেলেছিলেন তিনি।
জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিউটি শেষে লম্বা একটা বিরতি রয়েছে বাংলাদেশের। এর মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাত ক্রিকেটার। জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় সেটি আপাতত স্থগিত রয়েছে।
তিন ফ্র্যাঞ্চাইজি লিগে অনাপত্তিপত্র পাওয়া ক্রিকেটাররা হচ্ছেন—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। আগামী ১০ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে তাঁদের।
এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তাসকিন। ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন মোস্তাফিজ ও হৃদয়। ৬ জুলাই শুরু হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। এই টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে খেলবেন সাকিব আল হাসান।
আগামী ২৫ জুলাই শুরু হবে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। এখানে খেলবেন সর্বোচ্চ বাংলাদেশের ৪ ক্রিকেটার। বাংলা টাইগার্স মিসোসিয়াগার হয়ে খেলবেন সাকিব ও পেসার শরীফুল। মন্ট্রিল টাইগার্সে সাইফউদ্দিন ও রিশাদ খেলবেন টরন্টো ন্যাশনালসের হয়ে। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ হবে ১১ আগস্ট।
ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘অনেকে গ্লোবাল টি-টোয়েন্টি খেলবে। কেউ শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এর মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। যাদেরকে দেওয়া হয়েছে, বলা হয়েছে ১০ আগস্টের আগে রিপোর্ট করার জন্য।’
বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় আইপিএল-পিএসএলের প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছিল তাঁকে। এবার সুখবরই পেলেন তাসকিন আহমেদ। আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম সংস্করণে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই পেসার। যদিও গত বছর জিম-আফ্রো টি-টেন লিগে খেলেছিলেন তিনি।
জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিউটি শেষে লম্বা একটা বিরতি রয়েছে বাংলাদেশের। এর মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাত ক্রিকেটার। জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় সেটি আপাতত স্থগিত রয়েছে।
তিন ফ্র্যাঞ্চাইজি লিগে অনাপত্তিপত্র পাওয়া ক্রিকেটাররা হচ্ছেন—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। আগামী ১০ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে তাঁদের।
এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তাসকিন। ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন মোস্তাফিজ ও হৃদয়। ৬ জুলাই শুরু হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। এই টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে খেলবেন সাকিব আল হাসান।
আগামী ২৫ জুলাই শুরু হবে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। এখানে খেলবেন সর্বোচ্চ বাংলাদেশের ৪ ক্রিকেটার। বাংলা টাইগার্স মিসোসিয়াগার হয়ে খেলবেন সাকিব ও পেসার শরীফুল। মন্ট্রিল টাইগার্সে সাইফউদ্দিন ও রিশাদ খেলবেন টরন্টো ন্যাশনালসের হয়ে। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ হবে ১১ আগস্ট।
ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘অনেকে গ্লোবাল টি-টোয়েন্টি খেলবে। কেউ শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এর মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। যাদেরকে দেওয়া হয়েছে, বলা হয়েছে ১০ আগস্টের আগে রিপোর্ট করার জন্য।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে