নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আগের দিন টানা বৃষ্টিতে ছয় ম্যাচ ভেসে যাওয়ার পর আজ আবার নতুন সূচিতে খেলা শুরু হয়েছে। নতুন সূচিতে মিরপুরে আজ শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। মেহেদী হাসান মিরাজদের খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে তাঁরা হারিয়েছে ১৯ রানে।
দুই দলের হয়ে খেলা জাতীয় দলের দুই তারকা মিরাজ ও সাইফ হাসানদের তুলনায় নতুন আর পুরোনোরা যেন একটু বেশিই উজ্জ্বল ছিলেন এই ম্যাচে। আজ টস জিতে প্রাইম দোলেশ্বরকে তাই ব্যাটিংয়ে পাঠান খেলাঘরের অধিনায়ক জহুরুল ইসলাম। শুরুতেই ব্যাটিংয়ে ঝড় তোলেন ইমরান উজ্জামান। যশোরের এই উইকেটকিপার ব্যাটসম্যান ৩ চার ও ৪ ছক্কায় ১৭ বলে করেন ৪০ রান।
প্রাইম দোলেশ্বরের সেই ঝড় থেমে যায় ইমরানের আউটের মধ্যে দিয়ে। ৪.৫ ওভারে এই ব্যাটসম্যান খালেদের বলে উইকেটকিপার জহুরুলকে ক্যাচ দিয়ে ফেরার পর উইকেটে আসেন সাইফ হাসান। ৩৩ বলে করলেন ২৮ রান। টেস্ট দলের ওপেনার কি না সেটি মনে করিয়ে দিতেই সাইফ ব্যাটিং করলেন টেস্ট মেজাজে। তার চেয়ে বড় বিষয়–পুরো ইনিংসজুড়ে একবারই বল সীমানার বাইরে পাঠাতে পেরেছেন একবার। অথচ সাইফের আগেই ২৩৫ এর উপরে স্ট্রাইক রেটে ৪০ রান করে ইমরান উজ্জামান দেখিয়ে দিয়েছিলেন টি–টোয়েন্টিতে কীভাবে ব্যাটিং করতে হয়! ইমরান–সাইফের পর প্রাইম দোলেশ্বরের বলার মতো রান এসেছে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। ২০ বলে ২১ রান করেন মার্শাল। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ করে প্রাইম দোলেশ্বর।
নিজের পছন্দের উইকেট পেয়ে রান আটকে দেওয়ার কাজে দারুণভাবেই সফল হয়েছেন মেহেদী মিরাজ। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেটা যে এই একই উইকেটেই খেলা হয়েছিল। ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০ রানে ৪ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন মিরাজ। আজ উইকেটের দেখা না পেলেও ৩ ওভারে ৯ রান দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি কেন ওয়ানডেতে এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার। এমন স্পিনারকে ৪ ওভারের কোটা কেন পূরণ করতে দিলেন না খেলাঘর সমাজকল্যাণের অধিনায়ক জহুরুল–তা তিনিই জানেন।
১৫০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রাইম দোলেশ্বরের কামরুল ইসলাম রাব্বি, রেজাউর রহমান ও এনামুল হক জুনিয়রদের সামনে সেভাবে সুবিধা করতে পারেনি খেলাঘর সমাজকল্যাণ। শেষ দিকে লেগ স্পিনার রিশাদ হোসেন ১৯ বলে দুই চার ও তিন ছক্কায় ৩৭ রান তুললেও সেটি জয়ের জন্য যথেষ্ট হলো না। ইনিংসের শেষ দুই বলে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র ফিরিয়েছেন রিশাদ ও ইফরানকে। ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রানেই থেমেছে খেলাঘর সমাজকল্যাণের ইনিংস। ব্যাটিংয়ের পর উইকেটকিপিংয়ে দুটি করে ক্যাচ ও স্ট্যাম্পিং করে ম্যান অব দ্য ম্যাচ ইমরানউজ্জামান একাই!
ঢাকা: আগের দিন টানা বৃষ্টিতে ছয় ম্যাচ ভেসে যাওয়ার পর আজ আবার নতুন সূচিতে খেলা শুরু হয়েছে। নতুন সূচিতে মিরপুরে আজ শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। মেহেদী হাসান মিরাজদের খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে তাঁরা হারিয়েছে ১৯ রানে।
দুই দলের হয়ে খেলা জাতীয় দলের দুই তারকা মিরাজ ও সাইফ হাসানদের তুলনায় নতুন আর পুরোনোরা যেন একটু বেশিই উজ্জ্বল ছিলেন এই ম্যাচে। আজ টস জিতে প্রাইম দোলেশ্বরকে তাই ব্যাটিংয়ে পাঠান খেলাঘরের অধিনায়ক জহুরুল ইসলাম। শুরুতেই ব্যাটিংয়ে ঝড় তোলেন ইমরান উজ্জামান। যশোরের এই উইকেটকিপার ব্যাটসম্যান ৩ চার ও ৪ ছক্কায় ১৭ বলে করেন ৪০ রান।
প্রাইম দোলেশ্বরের সেই ঝড় থেমে যায় ইমরানের আউটের মধ্যে দিয়ে। ৪.৫ ওভারে এই ব্যাটসম্যান খালেদের বলে উইকেটকিপার জহুরুলকে ক্যাচ দিয়ে ফেরার পর উইকেটে আসেন সাইফ হাসান। ৩৩ বলে করলেন ২৮ রান। টেস্ট দলের ওপেনার কি না সেটি মনে করিয়ে দিতেই সাইফ ব্যাটিং করলেন টেস্ট মেজাজে। তার চেয়ে বড় বিষয়–পুরো ইনিংসজুড়ে একবারই বল সীমানার বাইরে পাঠাতে পেরেছেন একবার। অথচ সাইফের আগেই ২৩৫ এর উপরে স্ট্রাইক রেটে ৪০ রান করে ইমরান উজ্জামান দেখিয়ে দিয়েছিলেন টি–টোয়েন্টিতে কীভাবে ব্যাটিং করতে হয়! ইমরান–সাইফের পর প্রাইম দোলেশ্বরের বলার মতো রান এসেছে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। ২০ বলে ২১ রান করেন মার্শাল। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ করে প্রাইম দোলেশ্বর।
নিজের পছন্দের উইকেট পেয়ে রান আটকে দেওয়ার কাজে দারুণভাবেই সফল হয়েছেন মেহেদী মিরাজ। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেটা যে এই একই উইকেটেই খেলা হয়েছিল। ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০ রানে ৪ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন মিরাজ। আজ উইকেটের দেখা না পেলেও ৩ ওভারে ৯ রান দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি কেন ওয়ানডেতে এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার। এমন স্পিনারকে ৪ ওভারের কোটা কেন পূরণ করতে দিলেন না খেলাঘর সমাজকল্যাণের অধিনায়ক জহুরুল–তা তিনিই জানেন।
১৫০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রাইম দোলেশ্বরের কামরুল ইসলাম রাব্বি, রেজাউর রহমান ও এনামুল হক জুনিয়রদের সামনে সেভাবে সুবিধা করতে পারেনি খেলাঘর সমাজকল্যাণ। শেষ দিকে লেগ স্পিনার রিশাদ হোসেন ১৯ বলে দুই চার ও তিন ছক্কায় ৩৭ রান তুললেও সেটি জয়ের জন্য যথেষ্ট হলো না। ইনিংসের শেষ দুই বলে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র ফিরিয়েছেন রিশাদ ও ইফরানকে। ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রানেই থেমেছে খেলাঘর সমাজকল্যাণের ইনিংস। ব্যাটিংয়ের পর উইকেটকিপিংয়ে দুটি করে ক্যাচ ও স্ট্যাম্পিং করে ম্যান অব দ্য ম্যাচ ইমরানউজ্জামান একাই!
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৮ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২২ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে