Ajker Patrika

আইপিএলে সেঞ্চুরি করে ডিগবাজি দেওয়া পন্তের আরেক দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক    
সেঞ্চুরি করে এভাবেই ডিগবাজি দেন ঋষভ পন্ত। ছবি: ক্রিকইনফো
সেঞ্চুরি করে এভাবেই ডিগবাজি দেন ঋষভ পন্ত। ছবি: ক্রিকইনফো

পুরো মৌসুম জুড়ে ব্যর্থ ঋষভ পন্ত গতকাল চেয়েছিলেন এবারের আইপিএলের শেষটা ভালো করতে। সেঞ্চুরি করে সেই মঞ্চটা তৈরি করে রাখেন পন্ত। তিন অঙ্ক ছোঁয়ার পর ডিগবাজিও দেন তিনি। কিন্তু বোলারদের ব্যর্থতায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস সান্ত্বনার জয়ে টুর্নামেন্ট শেষ করতে পারেননি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গত রাতে ২২৭ রান করেও পন্তের লক্ষ্ণৌ ৬ উইকেটে ম্যাচ হেরেছে। হারের পর পন্তকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৩ লাখ টাকা। আইপিএলের আচরণবিধির স্লো-ওভার রেটের নিয়ম অনুযায়ী তৃতীয়বার লক্ষ্ণৌ এই অপরাধ করায় পন্তকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমনকি বেঙ্গালুরুর বিপক্ষে দ্বাদশে থাকা লক্ষ্ণৌর অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এবারের আইপিএলে লক্ষ্ণৌর স্লো-ওভার রেটের ঘটনা প্রথমবার ঘটেছিল ৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ম্যাচটি হয়েছিল লক্ষ্ণৌর অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে। দ্বিতীয়বার এই অপরাধে শাস্তি পেয়েছেন ২৬ এপ্রিল ওয়াংখেড়েতে। এই ম্যাচেও লক্ষ্ণৌর প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর গত রাতে লক্ষ্ণৌ-বেঙ্গালুরু ম্যাচটি হয়েছে অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে। ৬১ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১১৮ রান করে অপরাজিত থাকেন পন্ত।

তিনবার স্লো-ওভার রেটের কারণে পন্ত শাস্তি পেলেও নিষেধাজ্ঞা পাচ্ছেন না। কারণ, ২০২৫ আইপিএলের আগে নিয়ম সংশোধন করা হয়েছে। তাতে নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেওয়া হয়। আপাতত তাই ২০২৬ আইপিএলে পন্তের প্রথম ম্যাচ খেলতে কোনো বাধা থাকছে না। তবে এবারের আইপিএলে ২৩ মার্চ মৌসুমে মুম্বাইয়ের প্রথম ম্যাচ হার্দিক পান্ডিয়া খেলতে পারেননি। কারণ, ২০২৪ আইপিএলে তাঁর শাস্তি এবার বহাল ছিল।

লক্ষ্ণৌকে ৬ উইকেটে হারানোয় প্রথম কোয়ালিফায়ার খেলবে বেঙ্গালুরু। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করেছে বেঙ্গালুরু। সমান ১৯ পয়েন্ট থাকলেও নেট রানরেটের কারণে শীর্ষে পাঞ্জাব কিংস। ২৯ মে চন্ডিগড়ে হবে প্রথম কোয়ালিফায়ারের বেঙ্গালুরু-পাঞ্জাব ম্যাচ। আর লক্ষ্ণৌ ১৪ ম্যাচে ৬ জয় ও ৮ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। পন্ত সবকটি ম্যাচই খেলেছেন। ২৪.৪৫ গড় ও ১৩৩.১৬ স্ট্রাইকরেটে করেন ২৬৯ রান। একটি করে ফিফটি ও সেঞ্চুরি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রামে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া ‘শিবিরের লোক’ আকাশ চৌধুরীকে ধরছে না পুলিশ

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত