Ajker Patrika

ছেলে অসুস্থ, শেষ ম্যাচ না খেলেই ফিরছেন শোয়েব মালিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১১: ১৯
Thumbnail image

আগের রাতেও পাকিস্তান দলের ডিনারে বেশ উৎফুল্ল দেখা গিয়েছিল শোয়েব মালিককে। সেই হাসিমুখ যেন মুহূর্তেই মলিন হয়ে গেছে একমাত্র ছেলের অসুস্থতার খবরে। এই সময়ে ছেলের পাশে থাকতে আজ সিরিজের শেষ টি–টোয়েন্টি না খেলেই দুবাইয়ে ফিরছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার। ম্যাচ শুরুর আগেই তিনি ঢাকা ছাড়বেন।

আজ সকালে পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস নিশ্চিত করেছেন বিষয়টি। শোয়েব মালিক–সানিয়া মির্জা দম্পতির একমাত্র সন্তান ইজান মির্জা মালিক। কদিন আগে ৩০ অক্টোবর ৩ বছরে পা দিয়েছে ইজান। তবে তার কী অসুখ হয়েছে তা জানা যায়নি।

আজ শেষ টি–টোয়েন্টি খেলেই পাকিস্তান দলের টি–টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা দুবাই হয়ে দেশের উদ্দেশে রওনা দেবেন। তবে দলের দুই স্পিনার উসমান কাদির ও ইমাদ ওয়াসিম পরিবারের সঙ্গে কয়েক দিন দুবাইয়ে থাকবেন।

অন্যদিকে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা বাংলাদেশ দলের সঙ্গে ভাড়া করা বিমানে আগামীকাল পৌনে তিনটায় প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। তবে প্রথম টেস্টের পর দলের বোলিং কোচ ভারনন ফিল্যান্ডারকেও হারাবে পাকিস্তান। তিনি ১ ডিসেম্বর স্কোয়াড ছেড়ে পরিবারের কাছে যাবেন। দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটি টেস্ট হবে ৪ থেকে ৮ ডিসেম্বর ঢাকায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত