Ajker Patrika

লঙ্কানদের কাঁপিয়ে দিয়েছিলেন মারুফা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ০৪
লঙ্কানদের কাঁপিয়ে দিয়েছিলেন মারুফা

দক্ষিণ আফ্রিকায় কদিন আগে হওয়া নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মারুফা আকতার। বয়সভিত্তিক বিশ্বকাপের ফর্ম মারুফা ধরে রেখেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। গতকাল কেপটাউনের নিউল্যান্ডসে শ্রীলঙ্কার ইনিংসে কাঁপন ধরিয়েছিলেন বাংলাদেশি এই পেসার। 
 
শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে আসেন মারুফা আকতার। ওভারের তৃতীয় বলে চামারি আতাপাত্তুর উইকেট তুলে নেন মারুফা আক্তার। মারুফাকে তুলে মারতে গিয়ে মিড অনে লতা মন্ডলের তালুবন্দী হন লঙ্কান অধিনায়ক। নিজের করা প্রথম ওভার উইকেট মেডেন দেন মারুফা। দুই ওভার পর বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন। ষষ্ঠ ওভারের প্রথম বলে ভিস্মি গুনারত্নেকে কট অ্যান্ড বোল্ড করেন মারুফা। ঠিক তার পরের বলেই আনুশকা সঞ্জীবনীকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন মারুফা। বাংলাদেশি এই পেসারের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৫ রান। আর মারুফা ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। যার মধ্যে ১ ওভার উইকেট মেডেন রয়েছে বাংলাদেশি এই পেসারের।

১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর ধাক্কা ভালোভাবেই পরে সামলেছে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে হর্ষিতা সামারাবিক্রমা ও নিলাক্ষী ডি সিলভা ৭৯ বলে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ১০ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় লঙ্কানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে খোলাচিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত