Ajker Patrika

ওয়ানডে সিরিজ শেষ রোহিতের, অনিশ্চিত টেস্টেও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ানডে সিরিজ শেষ রোহিতের, অনিশ্চিত টেস্টেও

চোটে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে রোহিত শর্মার। ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পান ভারত অধিনায়ক। চট্টগ্রামে শেষ ম্যাচে ভারত পাচ্ছে না দুই পেসার কুলদীপ সেন ও দীপক চাহারকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। 

বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারেই হাতে ব্যথা পান রোহিত। মোহাম্মদ সিরাজের করা ওভারের চতুর্থ বল বিজয়ের ব্যাটের বাইরের কানায় লেগে স্লিপে যায়। দ্বিতীয় স্লিপে দাঁড়ানো রোহিত বল ঠিকঠাক তালুবন্দী করতে পারেননি। ক্যাচ মিসের সঙ্গে নিজের বাঁহাতের আঙুলেও চোট পান রোহিত। আঙুল ফেটে রক্ত ঝরতেও দেখা যায়। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন তিনি। মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে রোহিতকে।

দ্রাবিড় জানিয়েছেন, আঙুলের হাড় স্থানচ্যুত (ডিসলোকেটেড) হয়েছিল রোহিতের। সেখানে সেলাইও লেগেছে। সঙ্গে ইনজেকশন নিয়েই আবার মাঠে ফেরেন তিনি। তবে দলের প্রয়োজনের সময় ব্যাটিংয়ে নামেন নবম ব্যাটার হিসেবে। এরপর খেলেন ২৮ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস। শেষ পর্যন্ত অবশ্য ৫ রানে হারতে হয় রোহিতের দলকে। 

রোহিত আপাতত দেশে ফিরে যাবেন। মুম্বাইয়ে বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হবে, ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তিনি ফিরবেন কি না। রোহিতের মতো ম্যাচে চোট পান চাহারও। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে তিনিও অবশ্য ব্যাটিংয়ে নামেন। আর চোটের কারণে এ ম্যাচেই ছিলেন না গত ম্যাচে অভিষিক্ত পেসার কুলদীপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত