ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোশকে। পিএসএলের পুরো দশম সংস্করণে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এই অঙ্গীকর বদলে যায় কদিন পরই। আচমকা আইপিএলের ডাক পেয়ে পিএসএলকে না বলে দেন বোশ। কিছুটা বিপর্যয়ে পড়ে পেশোয়ার। সঙ্গে পিএসএলের ভাবমূর্তিতেও কিছুটা আঘাত পড়ে।
মুম্বাই ইন্ডিয়ানসের আরেক প্রোটিয়ার পেসার লিজাড উইলিয়াম চোটে ছিটকে পড়লে বোশকে দলে ভেড়ায় দলটি। এই পেস বোলিং অলরাউন্ডারও দ্বিধা করেননি। ব্যাপারটি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোশকে তাই আগামী এক বছর পিএসএলে অংশগ্রহণের জন্য নিষিদ্ধ করেছে তারা।
গত জানুয়ারিতে পিএসএলের ড্রাফটের সময় ফাঁকাই ছিলেন বোশ। আইপিএলের মেগা নিলামে কোনো দল পাননি তিনি। পরে দুয়ার খুলল স্বদেশী লিজাডের চোটে। পিএসএলকে না বলায় অবশ্য দুঃখ প্রকাশ করেন বোশ, ‘পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্তে আমি গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
পেশোয়ারের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং আমার কাজের কারণে যে হতাশা সৃষ্টি হয়েছে তা আমি পুরোপুরি বুঝতে পারছি। পেশোয়ার জালমির অনুগত ভক্তদের কাছে আমি আপনাদের হতাশ করার জন্য সত্যিই দুঃখিত।’
এক বছর নিষেধাজ্ঞার শাস্তিও মেনে নিয়েছেন বোশ, ‘আমি আমার কাজের সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। জরিমানা এবং পিএসএল থেকে এক বছরের নিষেধাজ্ঞাসহ পরিণতিগুলো মেনে নিচ্ছি। এটি একটি কঠিন শিক্ষা ছিল, তবে আমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন নিষ্ঠা এবং ভক্তদের আস্থা নিয়ে ভবিষ্যতে পিএসএলে ফিরে আসার আশা করি।’
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোশকে। পিএসএলের পুরো দশম সংস্করণে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এই অঙ্গীকর বদলে যায় কদিন পরই। আচমকা আইপিএলের ডাক পেয়ে পিএসএলকে না বলে দেন বোশ। কিছুটা বিপর্যয়ে পড়ে পেশোয়ার। সঙ্গে পিএসএলের ভাবমূর্তিতেও কিছুটা আঘাত পড়ে।
মুম্বাই ইন্ডিয়ানসের আরেক প্রোটিয়ার পেসার লিজাড উইলিয়াম চোটে ছিটকে পড়লে বোশকে দলে ভেড়ায় দলটি। এই পেস বোলিং অলরাউন্ডারও দ্বিধা করেননি। ব্যাপারটি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোশকে তাই আগামী এক বছর পিএসএলে অংশগ্রহণের জন্য নিষিদ্ধ করেছে তারা।
গত জানুয়ারিতে পিএসএলের ড্রাফটের সময় ফাঁকাই ছিলেন বোশ। আইপিএলের মেগা নিলামে কোনো দল পাননি তিনি। পরে দুয়ার খুলল স্বদেশী লিজাডের চোটে। পিএসএলকে না বলায় অবশ্য দুঃখ প্রকাশ করেন বোশ, ‘পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্তে আমি গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
পেশোয়ারের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং আমার কাজের কারণে যে হতাশা সৃষ্টি হয়েছে তা আমি পুরোপুরি বুঝতে পারছি। পেশোয়ার জালমির অনুগত ভক্তদের কাছে আমি আপনাদের হতাশ করার জন্য সত্যিই দুঃখিত।’
এক বছর নিষেধাজ্ঞার শাস্তিও মেনে নিয়েছেন বোশ, ‘আমি আমার কাজের সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। জরিমানা এবং পিএসএল থেকে এক বছরের নিষেধাজ্ঞাসহ পরিণতিগুলো মেনে নিচ্ছি। এটি একটি কঠিন শিক্ষা ছিল, তবে আমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন নিষ্ঠা এবং ভক্তদের আস্থা নিয়ে ভবিষ্যতে পিএসএলে ফিরে আসার আশা করি।’
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লাহোর কালান্দার্সের জন্য হুমকি হয়ে উঠছিলেন রাইলি রুশো। উইকেটে এসে বোলারদের ওপর চড়াও হতে থাকেন তিনি। রিশাদ হোসেনকেও পড়তে হয় সেই ঝড়ের কবলে। তবে রুশোর সাজঘরের পথ দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের এই স্পিনার। তাঁর ঘূর্ণিতে চড়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরও পায় দারুণ এক
২ ঘণ্টা আগেঅবনমন অঞ্চলঘেঁষা দল দেপোর্তিভো আলাভেস। তাদের বিপক্ষে জিততে গিয়ে ঘাম ছুটে গেল রিয়াল মাদ্রিদের। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে হারের ধাক্কা সেভাবে কাটিয়ে উঠতে পারেনি তারা। তবে ১-০ গোলের জয় স্বস্তি দিচ্ছে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে।
৪ ঘণ্টা আগেজিততে হলে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ২ উইকেটের জয়ে রেকর্ড গড়েই মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে এটি টানা দ্বিতীয় জয় তাদের।
৬ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আসরের প্রথম ম্যাচে এই লেগ স্পিনারকে অবশ্য একাদশে রাখেনি লাহোর। আজ কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসেকে বসিয়ে রিশাদকে নামিয়েছে তারা। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার স্বাদ পেলেন রিশাদ। তাঁকে লাহো
৭ ঘণ্টা আগে