নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো হাবুডুবু খেলেও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে এখন যথেষ্ট সমীহ করেই চলে বড় দলগুলো। এখন পর্যন্ত বড় কোনো শিরোপা না আসা বাংলাদেশ ক্রিকেট দলের আশা, কয়েক বছরের মধ্যেই বৈশ্বিক শিরোপা আসতে পারে এই ওয়ানডে ফরম্যাট থেকেই।
অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সেই টুর্নামেন্ট সামনে রেখে বেশ আগেভাগেই প্রস্তুতি শুরু করেছেন তামিম ইকবালরা। ওয়ানডে বিশ্বকাপের আগে আছে এশিয়া কাপ। এশিয়া কাপের আগে ইংল্যান্ডে-আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে চণ্ডিকা হাথুরুসিংহের দল। সবকিছু মিলিয়ে যেভাবে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল, তাতে কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছে বলে মন্তব্য করে গেছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে তিন ওয়ানডে খেলতে দ্বিতীয় ভাগে আজ বিমানে চড়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম, মিরাজসহ একাধিক ক্রিকেটার। যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মিরাজ বলেছেন, ‘যে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমাদের যে মিশন আছে, তাতে মনে করি আমরা খুব কাছে চলে এসেছি। খুব দ্রুত এগোচ্ছি।’
ইংল্যান্ডে খেলতে যাওয়ার আগে সিলেটে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। যথেষ্ট প্রস্তুতি নেওয়ায় ক্রিকেটাররা ভালো অবস্থানে আছেন বলে দাবি মিরাজের। বললেন, ‘সবকিছু মিলিয়ে ক্রিকেটাররা ভালো অবস্থানে আছে, ভালো ক্রিকেট খেলেছে। এটা একটা ইতিবাচক দিক।’
খেলাটা আয়ারল্যান্ডের বিপক্ষে হলেও বাংলাদেশ ইংল্যান্ড সফরে যাচ্ছে প্রায় চার বছর পর। ২০১৯ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে মিরাজের মতো একাধিক ক্রিকেটারের। তবে ইংল্যান্ডে দ্বিপক্ষীয় সিরিজ খেলার অভিজ্ঞতা আছে কেবল অধিনায়ক তামিম ও সাকিব আল হাসানের। সেই হিসাবে ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজের নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে প্রায় সব ক্রিকেটারের। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে চ্যালেঞ্জটা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার। আর সে জন্যই হাতে সময় নিয়েই ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল।
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো হাবুডুবু খেলেও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে এখন যথেষ্ট সমীহ করেই চলে বড় দলগুলো। এখন পর্যন্ত বড় কোনো শিরোপা না আসা বাংলাদেশ ক্রিকেট দলের আশা, কয়েক বছরের মধ্যেই বৈশ্বিক শিরোপা আসতে পারে এই ওয়ানডে ফরম্যাট থেকেই।
অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সেই টুর্নামেন্ট সামনে রেখে বেশ আগেভাগেই প্রস্তুতি শুরু করেছেন তামিম ইকবালরা। ওয়ানডে বিশ্বকাপের আগে আছে এশিয়া কাপ। এশিয়া কাপের আগে ইংল্যান্ডে-আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে চণ্ডিকা হাথুরুসিংহের দল। সবকিছু মিলিয়ে যেভাবে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল, তাতে কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছে বলে মন্তব্য করে গেছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে তিন ওয়ানডে খেলতে দ্বিতীয় ভাগে আজ বিমানে চড়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম, মিরাজসহ একাধিক ক্রিকেটার। যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মিরাজ বলেছেন, ‘যে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমাদের যে মিশন আছে, তাতে মনে করি আমরা খুব কাছে চলে এসেছি। খুব দ্রুত এগোচ্ছি।’
ইংল্যান্ডে খেলতে যাওয়ার আগে সিলেটে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। যথেষ্ট প্রস্তুতি নেওয়ায় ক্রিকেটাররা ভালো অবস্থানে আছেন বলে দাবি মিরাজের। বললেন, ‘সবকিছু মিলিয়ে ক্রিকেটাররা ভালো অবস্থানে আছে, ভালো ক্রিকেট খেলেছে। এটা একটা ইতিবাচক দিক।’
খেলাটা আয়ারল্যান্ডের বিপক্ষে হলেও বাংলাদেশ ইংল্যান্ড সফরে যাচ্ছে প্রায় চার বছর পর। ২০১৯ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে মিরাজের মতো একাধিক ক্রিকেটারের। তবে ইংল্যান্ডে দ্বিপক্ষীয় সিরিজ খেলার অভিজ্ঞতা আছে কেবল অধিনায়ক তামিম ও সাকিব আল হাসানের। সেই হিসাবে ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজের নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে প্রায় সব ক্রিকেটারের। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে চ্যালেঞ্জটা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার। আর সে জন্যই হাতে সময় নিয়েই ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে