Ajker Patrika

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২৯
জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট জয়ের পথে দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে আজ শেষ দিন প্রথম সেশন শেষে ২ উইকেটে ১২২ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে অতিথিরা। দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ৩৩ ও মুমিনুল হক ২০ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ৬৩ রান। 

চতুর্থ দিনের ৪২ রান থেকে আজ খেলা শুরু করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। জয়ের জন্য প্রয়োজন ছিল আর ১৪৩ রান। দুই ওপেনারের সৌজন্যে দারুণ শুরুও পায় বাংলাদেশ। তবে জুটির ফিফটির পর ফেরেন দুজনই। জাকির মীর হামজার শিকার হলে ভাঙে ৫৮ রানের জুটি। 

জাকিরের ব্যাট থেকে আসে ৪০ রান। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে (৪) নিয়ে জুটি বড় করার চেষ্টা করেন সাদমান। কিন্তু দলীয় ৭০ রানে খুররাম শেহজাদের বলে ২৪ রানে ফেরেন সাদমানও। তৃতীয় উইকেটে শান্ত ও মুমিনুলের ৫২ রানের জুটিতে সেই ধাক্কা সামলে ওঠে সফরকারীরা। 

দিনের শুরুতে একবার আউট হলেও বেঁচে যান জাকির। দশম ওভারে মোহাম্মদ আলির অফ স্টাম্পের অনেকটা বাইরের ডেলিভারি স্কয়ার কাটের চেষ্টায় ব্যাটে লাগাতে ব্যর্থ জাকির হাসান। বল চলে গেল বদলি উইকেটরক্ষক সরফরাজ আহমেদের গ্লাভসে। কোনো আবেদন করলেন না ফিল্ডাররা। 

পরে টিভি রিপ্লেতে দেখা যায়, জাকিরের ব্যাটের নিচের কানা হালকা ছুঁয়ে গেছে ওই বল। তাই আবেদন করলে বা রিভিউ নিলে আউট হতে পারতেন বাঁহাতি ওপেনার। পাকিস্তানের রিভিউ না নেওয়ার ব্যর্থতায় বেঁচে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারলেন না। মীর হামজার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরলেন বাঁহাতি ওপেনার। 

অফ মিডল স্টাম্পে পিচ করে হালকা মুভমেন্টে বেরিয়ে যাওয়া ডেলিভারি রক্ষণাত্মক খেলে ব্যাট ছোঁয়াতে পারেননি জাকির। ব্যাটের বাইরের কানা ঘেঁষে বল আঘাত করে স্টাম্পে। সমাপ্তি ঘটে ৩ চার ও ২ ছক্কায় জাকিরের ৩৯ বলে ৪০ রানের ইনিংসের। ১৮তম ওভারে শান মাসুদকে মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত