Ajker Patrika

করোনা সঙ্গে নিয়েই চলা শিখতে বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ২৪
করোনা সঙ্গে নিয়েই চলা শিখতে বললেন সাকিব

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএল সামনে রেখে এখন চলছে দলগুলোর জোর প্রস্তুতি। তবে বিপিএল শুরুর আগে উদ্বেগ বাড়াচ্ছে ক্রমবর্ধমান করোনার সংক্রমণ। এর মাঝে সৌম্য সরকারসহ একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বরিশাল ফরচুনের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, করোনা নিয়েই চলার অভ্যাস শুরু করতে হবে সবার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মৌসুমে মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। লম্বা বিরতির পর এবার শুরুর অপেক্ষায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। কিন্তু খেলা শুরুর আগেই বিপিএলের অষ্টম আসরকে চোখ রাঙাচ্ছে অদৃশ্য ভাইরাসটি। এ নিয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘এমন একটা পরিস্থিতি এসেছে, যেখানে আমাদের নিজেদের বুঝে বুঝে চলা উচিত। আমার মনে হয়, ব্যক্তির ওপর দায়িত্ব দেওয়া উচিত। কারণ এরকমভাবে খুব বেশি দিন টিকে থাকা সম্ভব না। চেষ্টা করা তো হয়েছে অনেক। আমার মনে হয় এটা নিয়ে আমাদের চলা শেখা উচিত।’ 

বিপিএল শুরুর আগে সুখবর পেয়েছেন সাকিব। আইসিসির বর্ষসেরা দলে মোস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিমের সঙ্গে জায়গা পেয়েছেন তিনিও। আইসিসির স্বীকৃতি নিয়ে সাকিব বলেন, ‘আলহামদুলিল্লাহ, আইসিসি থেকে এ রকম স্বীকৃতি পেতে তো ভালোই লাগে। বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো ব্যাপার। গত অনেক বছর ধরে দেশে ও দেশের বাইরে আমরা ওয়ানডেতে ভালো দল। এটাই তার একটা স্বীকৃতি যে বাংলাদেশ ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে।’ 

এদিকে উইকেট কেমন হবে তা নিয়ে নানা জল্পনা থাকলেও, বিপিএলে ভালো উইকেটের প্রত্যাশা করছেন সাকিব, ‘আমি আশা করছি ভালো স্পোর্টিং উইকেটই হবে, যেখানে সবার জন্য কিছু না কিছু থাকবে। আশা করছি ভালো একটা ম্যাচ দিয়ে বিপিএলের শুরুটা হবে।’ 

সাকিব আল হাসান সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত