Ajker Patrika

কোহলি-রোহিতের বেতন এখন ৯ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৩: ৫১
Thumbnail image

চোট কাটিয়ে ফিরে এসে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। গতকাল বিরাট কোহলি-রোহিত শর্মাদের বার্ষিক চুক্তি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

এবার চার ক্যাটাগরিতে ভারতীয় ক্রিকেটারদের বেতন দেবে বিসিসিআই। শ্রেনিগুলো হচ্ছে এ‍+, এ, বি এবং সি। এ‍+ শ্রেণিতে আছেন চারজন ক্রিকেটার। ভারতীয় অধিনায়ক রোহিতের সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন কোহলি, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা। বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৯৪ লাখ টাকা পাবেন তাঁরা।

সর্বোচ্চ ক্যাটাগরির পরে ‘এ’ শ্রেণিতে আছেন পাঁচজন ক্রিকেটার। তাঁরা হচ্ছেন—হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ঋষভ পন্ত ও অক্ষর প্যাটেল। এই ক্যাটাগরির ক্রিকেটার পাবেন বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৫৪ লাখ টাকা

‘বি’ ক্যাটাগরিতে আছেন ছয়জন ক্রিকেটার। চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুলের সঙ্গে এই শ্রেণিতে আছেন শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব ও শুভমান গিল। বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯৩ লাখ টাকা ধরা হয়েছে এই ক্যাটাগরির ক্রিকেটারদের বার্ষিক বেতন। 

আর ‘সি’ ক্যাটাগরি হচ্ছে একাদশে পূর্ণ। এই ক্যাটাগরিতে ভারতের ১১ জন ক্রিকেটার হচ্ছেন—উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ঈশান কিষান, দীপক হুদা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং ও কেএস ভরত। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩১ লাখ টাকা পাবেন এই ১১ জন ক্রিকেটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত