মোস্তাফিজুর রহমানকে নিয়ে এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচই জিতেছে চেন্নাই সুপার কিংস। তবে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেননি মোস্তাফিজ। জিততেও পারেনি চেন্নাই। তাহলে কী ফিজের না খেলাটাই চেন্নাইয়ের হারের কারণ!
যুক্তিবিদ্যার ফ্যালাসি তত্ত্বে ব্যাপারটা তা-ই। কিন্তু আইপিএলের মতো টুর্নামেন্টের কোনো দলে একক কোনো খেলোয়াড়ের অনুপস্থিতিকে বড় করে দেখার সুযোগ নেই। তাই চেন্নাইয়ের হারের জন্যও ফিজের অনুপস্থিতি তেমন বড় কিছু হওয়ার কথা না। কিন্তু চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং সেটা মানলে তো!
হায়দরাবাদে স্বাগতিক দলের কাছে ৬ উইকেটে হারের ম্যাচে মোস্তাফিজ ছাড়াও চেন্নাইয়ে হয়ে খেলেননি মাতিশা পাতিরানা। ম্যাচ শেষে চেন্নাই কোচকে প্রশ্ন করা হয়েছিল, এই দুই বোলারের অনুপস্থিতি (ফিজ-পাতিরানা) ম্যাচে কোনো প্রভাব ফেলেছে কি না। এমন প্রশ্নে স্টিভেন ফ্লেমিংয়ের উত্তর, ‘এ নিয়ে কোনো সংশয়ই নেই।’ পরে অবশ্য যোগ করেন, ‘আইপিএলে এমন হয়। খেলোয়াড়েরা চোটে পড়বে, কাউকে নানা কারণে পাওয়া যাবে না–এসব আইপিএলেরই অংশ।’
৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক ছিলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’। পরে অবশ্য গুজরাট টাইটানসের পেসার মোহিত শর্মাও ৭ উইকেট নিয়ে চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে ফিজকে ছুঁয়ে ফেলেছেন।
দুই মিতব্যয়ী বোলার ফিজ-পাথিরানা না থাকায় গতকাল চেন্নাই খেলিয়েছিল মুকেশ চৌধুরীকে। ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে নেমে নিজের প্রথম ওভারেই দেদারসে রান দিয়েছেন। এক ওভারে ২৭ রান দেওয়ার পর আর অবশ্য তাঁকে দিয়ে বল করাননি চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
চেন্নাইয়ের জার্সিতে মোস্তাফিজকে আর কবে দেখা যাবে, তা অবশ্য এখনো নিশ্চিত নয়। ভিসা প্রক্রিয়া শেষ না হওয়ায় আজও ভারতে রওনা দিতে পারেননি তিনি।
মোস্তাফিজুর রহমানকে নিয়ে এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচই জিতেছে চেন্নাই সুপার কিংস। তবে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেননি মোস্তাফিজ। জিততেও পারেনি চেন্নাই। তাহলে কী ফিজের না খেলাটাই চেন্নাইয়ের হারের কারণ!
যুক্তিবিদ্যার ফ্যালাসি তত্ত্বে ব্যাপারটা তা-ই। কিন্তু আইপিএলের মতো টুর্নামেন্টের কোনো দলে একক কোনো খেলোয়াড়ের অনুপস্থিতিকে বড় করে দেখার সুযোগ নেই। তাই চেন্নাইয়ের হারের জন্যও ফিজের অনুপস্থিতি তেমন বড় কিছু হওয়ার কথা না। কিন্তু চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং সেটা মানলে তো!
হায়দরাবাদে স্বাগতিক দলের কাছে ৬ উইকেটে হারের ম্যাচে মোস্তাফিজ ছাড়াও চেন্নাইয়ে হয়ে খেলেননি মাতিশা পাতিরানা। ম্যাচ শেষে চেন্নাই কোচকে প্রশ্ন করা হয়েছিল, এই দুই বোলারের অনুপস্থিতি (ফিজ-পাতিরানা) ম্যাচে কোনো প্রভাব ফেলেছে কি না। এমন প্রশ্নে স্টিভেন ফ্লেমিংয়ের উত্তর, ‘এ নিয়ে কোনো সংশয়ই নেই।’ পরে অবশ্য যোগ করেন, ‘আইপিএলে এমন হয়। খেলোয়াড়েরা চোটে পড়বে, কাউকে নানা কারণে পাওয়া যাবে না–এসব আইপিএলেরই অংশ।’
৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক ছিলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’। পরে অবশ্য গুজরাট টাইটানসের পেসার মোহিত শর্মাও ৭ উইকেট নিয়ে চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে ফিজকে ছুঁয়ে ফেলেছেন।
দুই মিতব্যয়ী বোলার ফিজ-পাথিরানা না থাকায় গতকাল চেন্নাই খেলিয়েছিল মুকেশ চৌধুরীকে। ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে নেমে নিজের প্রথম ওভারেই দেদারসে রান দিয়েছেন। এক ওভারে ২৭ রান দেওয়ার পর আর অবশ্য তাঁকে দিয়ে বল করাননি চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
চেন্নাইয়ের জার্সিতে মোস্তাফিজকে আর কবে দেখা যাবে, তা অবশ্য এখনো নিশ্চিত নয়। ভিসা প্রক্রিয়া শেষ না হওয়ায় আজও ভারতে রওনা দিতে পারেননি তিনি।
কখনোবা বৃষ্টি, কখনোবা আলোকস্বল্পতা—সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ চলছে এভাবেই। ম্যাচেও কখনো বাংলাদেশ এগিয়ে থাকছে। কখনো এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। বর্তমানে সফরকারীরা ২০৪ রানের লিড নিয়েছে।
১৩ মিনিট আগেআক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে শুরু থেকে। বাংলাদেশ কিংবা নেপাল কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ হাসিটা হাসল বাংলাদেশই। নেপালকে আজ ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল। গোল দুটি করেন আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
১ ঘণ্টা আগেলস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হতে বাকি এখনো তিন বছর। তবে ক্রিকেট যেহেতু দীর্ঘদিন পর অলিম্পিকে ফিরছে, সেটা নিয়ে আগ্রহ তো অনেকেরই রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে স্বচ্ছতা চাইছে।
২ ঘণ্টা আগেসিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেনি বাফুফে। তবে ক্যাম্পে ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছে করেছে তাঁর ক্লাব ওলবিয়া কালসিও।
২ ঘণ্টা আগে