Ajker Patrika

মোস্তাফিজের অভাব অনুভব করছে চেন্নাই

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৬: ৩৩
Thumbnail image

মোস্তাফিজুর রহমানকে নিয়ে এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচই জিতেছে চেন্নাই সুপার কিংস। তবে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেননি মোস্তাফিজ। জিততেও পারেনি চেন্নাই। তাহলে কী ফিজের না খেলাটাই চেন্নাইয়ের হারের কারণ! 

যুক্তিবিদ্যার ফ্যালাসি তত্ত্বে ব্যাপারটা তা-ই। কিন্তু আইপিএলের মতো টুর্নামেন্টের কোনো দলে একক কোনো খেলোয়াড়ের অনুপস্থিতিকে বড় করে দেখার সুযোগ নেই। তাই চেন্নাইয়ের হারের জন্যও ফিজের অনুপস্থিতি তেমন বড় কিছু হওয়ার কথা না। কিন্তু চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং সেটা মানলে তো! 

হায়দরাবাদে স্বাগতিক দলের কাছে ৬ উইকেটে হারের ম্যাচে মোস্তাফিজ ছাড়াও চেন্নাইয়ে হয়ে খেলেননি মাতিশা পাতিরানা। ম্যাচ শেষে চেন্নাই কোচকে প্রশ্ন করা হয়েছিল, এই দুই বোলারের অনুপস্থিতি (ফিজ-পাতিরানা) ম্যাচে কোনো প্রভাব ফেলেছে কি না। এমন প্রশ্নে স্টিভেন ফ্লেমিংয়ের উত্তর, ‘এ নিয়ে কোনো সংশয়ই নেই।’ পরে অবশ্য যোগ করেন, ‘আইপিএলে এমন হয়। খেলোয়াড়েরা চোটে পড়বে, কাউকে নানা কারণে পাওয়া যাবে না–এসব আইপিএলেরই অংশ।’ 

৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক ছিলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’। পরে অবশ্য গুজরাট টাইটানসের পেসার মোহিত শর্মাও ৭ উইকেট নিয়ে চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে ফিজকে ছুঁয়ে ফেলেছেন। 

দুই মিতব্যয়ী বোলার ফিজ-পাথিরানা না থাকায় গতকাল চেন্নাই খেলিয়েছিল মুকেশ চৌধুরীকে। ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে নেমে নিজের প্রথম ওভারেই দেদারসে রান দিয়েছেন। এক ওভারে ২৭ রান দেওয়ার পর আর অবশ্য তাঁকে দিয়ে বল করাননি চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। 

চেন্নাই সুপার কিংসের হয়ে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এখনো শীর্ষে। ছবি: চেন্নাই সুপার কিংসচেন্নাইয়ের জার্সিতে মোস্তাফিজকে আর কবে দেখা যাবে, তা অবশ্য এখনো নিশ্চিত নয়। ভিসা প্রক্রিয়া শেষ না হওয়ায় আজও ভারতে রওনা দিতে পারেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত