Ajker Patrika

মালয়েশিয়াকে উড়িয়ে দিল পাকিস্তানি মেয়েরা

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৪: ১৮
মালয়েশিয়াকে উড়িয়ে দিল পাকিস্তানি মেয়েরা

দারুণ জয়ে নারী এশিয়া কাপে শুভসূচনা করেছে পাকিস্তান। আজ সিলেট আউটার স্টেডিয়ামে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। 

সিলেটে পাকিস্তানকে মাত্র ৫৮ রানের লক্ষ্য দেয় মালয়েশিয়া। ওপেনিংয়ে মুনিবা আলি-সিদরা আমিনের ৪৫ রানের জুটিতেই বড় জয়ের পথে এগিয়ে যায় পাকিস্তান। ৬ ওভারেই ৪৫ রান করেন তাঁরা। দলের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন সিদরা। ২৩ বলে ৩১ রান করেন তিনি। সিদরা আউট হলেও পাকিস্তানের আরেক ওপেনার মুনিবা দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। ২৩ বলে ২১ করে অপরাজিত থাকেন পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটার। মাত্র ৯ ওভারেই লক্ষ্যে পৌঁছায় পাকিস্তানি নারী দল। ম্যাচ-সেরা হয়েছেন তুবা হাসান। ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন পাকিস্তানি এই লেগ স্পিনার।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানি অধিনায়ক বিসমাহ মারুফ। পাকিস্তানিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৫৭ রান করে মালয়েশিয়া । মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন এলসা হান্টার। ৫১ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন হান্টার। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ওমাইমা সোহেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত