Ajker Patrika

অধিনায়কত্ব নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২০: ১৪
অধিনায়কত্ব নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর অধিনায়কত্ব নিয়ে সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ঘরের মাঠে পাকিস্তান সিরিজ শুরু হচ্ছে। আগামীকাল প্রথম টি-টোয়েন্টির আগে একই প্রশ্নের সামনে পড়তে হলো বাংলাদেশ অধিনায়ককে। তবে এই মুহূর্তে যে পুরো মনোযোগ পাকিস্তান সিরিজে সেটাই জানিয়েছেন মাহমুদউল্লাহ। 

আপাতত এসব নিয়ে ভাবতে নারাজ মাহমুদউল্লাহ। ব্যাপারটা টিম ম্যানেজমেন্ট আর বোর্ডের কোটে ঠেলে দিয়েছেন তিনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানালেন, ‘এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের ব্যাপার। আমি এ বিষয়ে খুব একটা চিন্তিত না। যদি তাঁরা আমাকে যোগ্য মনে করেন তাহলে চালিয়ে (অধিনায়কত্ব) যাব। কিন্তু এই মুহূর্তে সিরিজটা নিয়ে চিন্তা করছি।’ 

বিশ্বকাপের ব্যর্থতায় ঘরের মাঠে ধীর গতির উইকেট বানিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারানোর বেশ সমালোচনা হয়েছে। তবে পাকিস্তান সিরিজে ভালো উইকেটের কথা শোনা যাচ্ছিল শুরু থেকেই। মাহমুদউল্লাহর কথায়ও তেমনই ইঙ্গিত পাওয়া গেল, ‘উইকেট ভালোই মনে হলো। আশা করি, এই সিরিজ ভালো উইকেটে হবে।’ 

বিশ্বকাপে চরম ব্যর্থতা কাটিয়ে উঠতে এই সিরিজকে পাখির চোখ করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। মাহমুদউল্লাহও তার ব্যতিক্রম নন। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ সহজ হবে সেটাও মানছেন এই বাংলাদেশ অধিনায়ক, ‘এটা অবশ্যই বিশ্বকাপের পর আমাদের বড় একটা চ্যালেঞ্জ। এই সিরিজে ভালো ক্রিকেট খেলা এবং সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য দারুণ একটা সুযোগ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত