Ajker Patrika

অভিমানী সাইফকে নাফিসার সান্ত্বনা

অভিমানী সাইফকে নাফিসার সান্ত্বনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটে নাম না থাকায় দর্শক হয়ে থাকতে হবে মোহাম্মদ সাইফউদ্দিনকে। ২৫ বছর বয়সী এই অলরাউন্ডের না থাকা মিস করবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েই নিজের প্রথম বিপিএল খেলেছিলেন সাইফউদ্দিন। নাফিসা সেই কথা মনে করিয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সাইফউদ্দিন ভিক্টোরিয়ানদের হয়ে শুরু করেছিলেন। আমাদের এই দীর্ঘ যাত্রায় অনেক বিশেষ মুহূর্তে সে ছিল। এ বছর বিপিএলে তার অনুপস্থিতি আমরা অবশ্যই টের পাব। ব্যাটার হিসেবে তার সম্ভাবনা যে কোনো দলের জন্য সম্পদ হতে পারত। ব্যাট ও বল হাতে আমরা দ্রুতই তাঁর মাঠে ফেরার প্রত্যাশা করছি।’ 

নাফিসার এই ফেসবুক পোস্ট চোখ এড়ায়নি সাইফউদ্দিনের। নাফিসাকে ধন্যবাদ দিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ আপু এবার কুমিল্লার দর্শক হিসেবে আমি প্রতিটি ম্যাচ উপভোগ করব। বাকি ম্যাচগুলো না দেখলেও কুমিল্লার একটা খেলা ও আমি মিস দেব না ইনশাআল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত