Ajker Patrika

সেঞ্চুরির কৃতিত্ব মাকে দিলেন বাবর, পেলেন ৩২ লাখ টাকার গাড়িও 

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ১৩
সেঞ্চুরির কৃতিত্ব মাকে দিলেন বাবর, পেলেন ৩২ লাখ টাকার গাড়িও 

ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারায় প্রায় সময়ই বাবর আজমকে শুনতে হয় সমালোচনা। বিশেষ করে, তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে রান করতে পারেন না বলে গ্যালারি থেকে তাঁকে উদ্দেশ্য করে ‘জিম্বাবর’ বলে ডাকা হয়েছে। সমালোচনার জবাব গতকাল তিনি দিলেন মাঠে। মায়ের উপস্থিতিতে করলেন সেঞ্চুরি। পেলেন লাখ টাকার দামি গাড়িও। 

পিএসএলে গতকাল বাবর যেন ছিলেন ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ৬৩ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১১২ রান করে অপরাজিত থাকেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তাঁর ১১ তম সেঞ্চুরি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের গ্যালারিতে বসে ছেলে বাবরের সেঞ্চুরি দেখছিলেন তাঁর মা। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে পেশোয়ার জালমিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে করে ২০১ রান। জবাব দিতে নেমে ইসলামাবাদ ইউনাইটেড আটকে যায় ৯ উইকেটে ১৯৩ রানে। 

পেশোয়ারের ৮ রানের জয়ের জয়ে ম্যাচসেরা হয়েছেন বাবর। দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর বলেন, ‘আমার মা প্রথমবারের মতো খেলা দেখতে এসেছেন। তিনি খুবই খুশি। সব সময় বাড়িতে বসেই খেলা দেখেন। তবে তার আসাটা আমার জন্য সৌভাগ্য হয়ে এসেছে। তিনি ম্যাচ দেখতে এলেন ও আমি সেঞ্চুরি পেয়ে গেলাম।’ এখানেই শেষ নয়। বাবরের জন্য এমজি এইচএস এসেন্স গাড়ি উপহারের ঘোষণা দিয়েছেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি।

মায়ের সঙ্গে বাবর আজম। ছবি: পিএসএল এমজি ব্র্যান্ডের গাড়ির দাম পাকিস্তানি ৮০ লাখ ৯৯ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ৩১ লাখ ৮২ হাজার টাকা। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে আফ্রিদি বলেছেন, ‘বাবরের জন্য এমজি উপহার। প্রথম ব্যক্তি হিসেবে তিনি এমজি এসেন্স চালাবেন। এটা পাকিস্তানে তৈরি।’ 

এবারের পিএসএলে এখনো পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক বাবর। ৫ ম্যাচে ৮২.৫ গড় ও ১৫১.৩৭ স্ট্রাইকরেটে করেন ৩৩০ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি দুই ফিফটি করেছেন। পেশোয়ার ৫ ম্যাচে ৩ জয় ও ২ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত