ক্রীড়া ডেস্ক
পর্নোগ্রাফিতে কাজ করার পাশাপাশি নিয়মিত খেলার খোঁজখবর রাখেন কেন্ড্রা লাস্ট। যুক্তরাষ্ট্রের এই পর্নো তারকা কখনো কলম্বিয়ান ফুটবলার হামেস রদ্রিগেজের সুস্থতা কামনা করে পোস্ট দেন, কখনো কুস্তিগির মাইক পেরিকে আর্থিক সহায়তার প্রস্তাব দেন। এবার ক্রিকেটার মোহাম্মদ শামির বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের হয়ে খেলছেন শামি। পরশু রাতে ৩১ বছর বয়সী ফাস্ট বোলারের তোপে আরেক দল নবাগত লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জিতেছে গুজরাট।
২৫ রানে ৩ উইকেট পাওয়া শামি ম্যাচসেরাও হয়েছেন। নতুন বলে তাঁর সামনে কুইন্টন ডি কক-লোকেশ রাহুলদের মতো ব্যাটাররা খাবি খেয়েছেন। ধারাভাষ্যকারদের কণ্ঠে তখনই শামির বোলিংয়ের মুগ্ধতা ছড়িয়েছে।
পরে কেন্ড্রা লাস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে শামিকে নিয়ে পোস্ট করেছেন। নিজেকে কলকাতা নাইট রাইডার্সের সমর্থক দাবি করা কেন্ড্রা লিখেছেন, ‘পরম বিস্ময়কর পারফরম্যান্স মোহাম্মদ শামি।’ লেখাটির শেষে ভালোবাসা ও করতালির ইমোজিও দিয়েছেন ৪৩ বছর বয়সী মার্কিনি।
ম্যাচের প্রথম বলেই দুর্দান্ত আউট সুইংয়ে লক্ষ্ণৌ অধিনায়ক ও জাতীয় দলের সতীর্থ রাহুলকে ফেরান শামি। দ্বিতীয় ওভারে করেন স্বপ্নের এক ডেলিভারি। ডি ককের ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল ঢুকে মিডল স্টাম্পে আছড়ে পড়ে। ঠিক ৬ বল পরেই ইন সুইংয়ে বোল্ড করেন মনিশ পান্ডেকে। অফ স্টাম্পের একটু বাইরে বল পড়ে ভেতরে ঢোকে। তাতেই পরাস্ত হন মনিশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মজার এক কথা ফাঁস করেন শামি। জানান, যখন তিন ওভারে তিন উইকেট নিয়েছিলেন, তখন তাঁর বোলিং কোটা শেষ করতে চেয়েছিলেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শামি তখন বলেছিলেন, ‘হার্দিক আমার থেকে জানতে চেয়েছিল, আমি টানা ওভার বোলিং করব কি না। ওকে বলেছিলাম, শান্ত হও। আপাতত তিন ওভারই যথেষ্ট। এটা অনেক বড় ম্যাচ।’
পর্নোগ্রাফিতে কাজ করার পাশাপাশি নিয়মিত খেলার খোঁজখবর রাখেন কেন্ড্রা লাস্ট। যুক্তরাষ্ট্রের এই পর্নো তারকা কখনো কলম্বিয়ান ফুটবলার হামেস রদ্রিগেজের সুস্থতা কামনা করে পোস্ট দেন, কখনো কুস্তিগির মাইক পেরিকে আর্থিক সহায়তার প্রস্তাব দেন। এবার ক্রিকেটার মোহাম্মদ শামির বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের হয়ে খেলছেন শামি। পরশু রাতে ৩১ বছর বয়সী ফাস্ট বোলারের তোপে আরেক দল নবাগত লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জিতেছে গুজরাট।
২৫ রানে ৩ উইকেট পাওয়া শামি ম্যাচসেরাও হয়েছেন। নতুন বলে তাঁর সামনে কুইন্টন ডি কক-লোকেশ রাহুলদের মতো ব্যাটাররা খাবি খেয়েছেন। ধারাভাষ্যকারদের কণ্ঠে তখনই শামির বোলিংয়ের মুগ্ধতা ছড়িয়েছে।
পরে কেন্ড্রা লাস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে শামিকে নিয়ে পোস্ট করেছেন। নিজেকে কলকাতা নাইট রাইডার্সের সমর্থক দাবি করা কেন্ড্রা লিখেছেন, ‘পরম বিস্ময়কর পারফরম্যান্স মোহাম্মদ শামি।’ লেখাটির শেষে ভালোবাসা ও করতালির ইমোজিও দিয়েছেন ৪৩ বছর বয়সী মার্কিনি।
ম্যাচের প্রথম বলেই দুর্দান্ত আউট সুইংয়ে লক্ষ্ণৌ অধিনায়ক ও জাতীয় দলের সতীর্থ রাহুলকে ফেরান শামি। দ্বিতীয় ওভারে করেন স্বপ্নের এক ডেলিভারি। ডি ককের ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল ঢুকে মিডল স্টাম্পে আছড়ে পড়ে। ঠিক ৬ বল পরেই ইন সুইংয়ে বোল্ড করেন মনিশ পান্ডেকে। অফ স্টাম্পের একটু বাইরে বল পড়ে ভেতরে ঢোকে। তাতেই পরাস্ত হন মনিশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মজার এক কথা ফাঁস করেন শামি। জানান, যখন তিন ওভারে তিন উইকেট নিয়েছিলেন, তখন তাঁর বোলিং কোটা শেষ করতে চেয়েছিলেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শামি তখন বলেছিলেন, ‘হার্দিক আমার থেকে জানতে চেয়েছিল, আমি টানা ওভার বোলিং করব কি না। ওকে বলেছিলাম, শান্ত হও। আপাতত তিন ওভারই যথেষ্ট। এটা অনেক বড় ম্যাচ।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে