রেকর্ডের ধর্মই হচ্ছে ভাঙা গড়ার। কিন্তু এমন কিছু রেকর্ড আছে যা ভাঙবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। কুয়েতের কেসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে তেমনি এক বিরল রেকর্ড গড়েছেন বাসুদেব।
সাধারণত এক ওভারে সর্বোচ্চ কত রান হতে পারে এমনটা জানতে চাইলে নিশ্চিতভাবে হার্শাল গিবস কিংবা যুবরাজ সিংয়ের ৩৬ রান নেওয়ার ঘটনা সবার আগে মাথায় আসবে। কিন্তু কেসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে এক ওভারে এবার ৪৬ রান নেওয়ার ঘটনা দেখল ক্রিকেটবিশ্ব।
এতে করে ২০১৮ সালে নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ওভারে ৪৩ রানের রেকর্ড ভেঙে গেছে। গত মঙ্গলবার চ্যাম্পিয়নশিপেরে টুর্নামেন্টে এনসিএম ইনভেস্টমেন্টস ও ট্যালি সিসি ম্যাচে ঘটনাটি ঘটেছে। আগে ব্যাট করে এনসিএম ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে। এই রান করার সময় ১৫ তম ওভারে ৪৬ রানের রেকর্ডটি হয়।
হারমান সিংয়ের করা ওভারটা ছিল এমন ১,৬, ৪,৬, ৭,৬, ৬,৬, ৪। ‘নো’ বল দিয়ে শুরু করা হারমানের প্রথম বৈধ বলে ছক্কা মারেন ব্যাটার বাসুদেব। দ্বিতীয় বলে ব্যাটার বল ব্যাটিংয়ে লাগাতে না পারলেও বোলার কপাল পুড়ে লেগ বাইয়ে ৪ হওয়ায়। পরের বলে আবার ছক্কা। এরপর ‘নো’ সঙ্গে ৭ রান দেন তিনি। পরের ডেলিভারিগুলো টানা তৃতীয় ছয়ের সঙ্গে চার মেরে এক ওভারে রেকর্ড ৪৬ রান নেওয়ার কীর্তি গড়েন বাসুদেব।
হারমানকে এমন লজ্জার রেকর্ড দেওয়ার ম্যাচে পরে সেঞ্চুরিও করেছেন বাসুদেব। ৪১ বলে ১০০ রান করেন তিনি। বিধ্বংসী ইনিংসটি সাজিয়েছিলেন ৪ চারের বিপরীতে ১১ ছক্কায়। ২৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারে ৬৬ রানে অলআউট হয় ট্যালি সিসি। এতে ২১৬ রানের বড় জয় পায় এনসিএম ইনভেস্টমেন্টস।
রেকর্ডের ধর্মই হচ্ছে ভাঙা গড়ার। কিন্তু এমন কিছু রেকর্ড আছে যা ভাঙবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। কুয়েতের কেসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে তেমনি এক বিরল রেকর্ড গড়েছেন বাসুদেব।
সাধারণত এক ওভারে সর্বোচ্চ কত রান হতে পারে এমনটা জানতে চাইলে নিশ্চিতভাবে হার্শাল গিবস কিংবা যুবরাজ সিংয়ের ৩৬ রান নেওয়ার ঘটনা সবার আগে মাথায় আসবে। কিন্তু কেসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে এক ওভারে এবার ৪৬ রান নেওয়ার ঘটনা দেখল ক্রিকেটবিশ্ব।
এতে করে ২০১৮ সালে নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ওভারে ৪৩ রানের রেকর্ড ভেঙে গেছে। গত মঙ্গলবার চ্যাম্পিয়নশিপেরে টুর্নামেন্টে এনসিএম ইনভেস্টমেন্টস ও ট্যালি সিসি ম্যাচে ঘটনাটি ঘটেছে। আগে ব্যাট করে এনসিএম ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে। এই রান করার সময় ১৫ তম ওভারে ৪৬ রানের রেকর্ডটি হয়।
হারমান সিংয়ের করা ওভারটা ছিল এমন ১,৬, ৪,৬, ৭,৬, ৬,৬, ৪। ‘নো’ বল দিয়ে শুরু করা হারমানের প্রথম বৈধ বলে ছক্কা মারেন ব্যাটার বাসুদেব। দ্বিতীয় বলে ব্যাটার বল ব্যাটিংয়ে লাগাতে না পারলেও বোলার কপাল পুড়ে লেগ বাইয়ে ৪ হওয়ায়। পরের বলে আবার ছক্কা। এরপর ‘নো’ সঙ্গে ৭ রান দেন তিনি। পরের ডেলিভারিগুলো টানা তৃতীয় ছয়ের সঙ্গে চার মেরে এক ওভারে রেকর্ড ৪৬ রান নেওয়ার কীর্তি গড়েন বাসুদেব।
হারমানকে এমন লজ্জার রেকর্ড দেওয়ার ম্যাচে পরে সেঞ্চুরিও করেছেন বাসুদেব। ৪১ বলে ১০০ রান করেন তিনি। বিধ্বংসী ইনিংসটি সাজিয়েছিলেন ৪ চারের বিপরীতে ১১ ছক্কায়। ২৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারে ৬৬ রানে অলআউট হয় ট্যালি সিসি। এতে ২১৬ রানের বড় জয় পায় এনসিএম ইনভেস্টমেন্টস।
ভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১১ মিনিট আগেইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোস্তাফিজের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে রুপি (প্রায় ৮ কোটি টাকা) মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছাড়া যেন চলছেই না। রাজশাহীতে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছিল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতেও রোমাঞ্চ ছড়িয়েছে শেষ পর্যন্ত। ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেগত বছর নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে সুখবর পেলেন বাংলাদেশ দলের এ পেসার। এ বাঁহাতি পেসারকে আইপিএলের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
৩ ঘণ্টা আগে