Ajker Patrika

মিরাজের ব্যাটে প্রথম জয় পেল খেলাঘর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৪ জুন ২০২১, ১৫: ৪০
মিরাজের ব্যাটে প্রথম জয় পেল খেলাঘর

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারে মৌসুমে প্রথম জয়ের দেখার পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারানো ম্যাচে ব্যাটে বলে পারফর্ম করেছেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের এই অলরাউন্ডার ব্যাট হাতে ৪৫ বলে ৫৪ রানের পাশাপাশি বল হাতেও ২০ রান খরচায় নিয়েছেন ১ উইকেট।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে আল আমিনের ফিফটিতে ৫ উইকেটে ১৩৮ রান করে রূপগঞ্জ। জবাবে ব্যাটিং করতে নেমে মেহেদী মিরাজ ও জহুরুল ইসলাম অমির অর্ধ শতকে সাত উইকেট আর তিন বল হাতে রেখে জয় নিশ্চিত করে খেলাঘর।

১৩৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে খেলাঘর। তৃতীয় উইকেট জুটিতে জহরুল ইসলামকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন মিরাজ। তাদের ৮৮ রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

দলীয় ১২২ রানে মুক্তার আলীর বলে সানজামুল ইসলামের হাতে ক্যাচ দেওয়ার আগে মিরাজ করেন ৪৫ বলে ৫৪ রান। উইকেটে আসা নতুন ব্যাটসম্যান সালমান হোসেনকে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জহুরুল। ৪৪ বলে অপরাজিত ৫৩ রান করে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন জহুরুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত