অনলাইন ডেস্ক
দুপুর থেকে সেই একই ফিসফাস, গুঞ্জন—সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর ম্যাচ খেলতে বিদেশি ক্রিকেটাররা মাঠে আসবেন তো? বিকেলে ফরচুন বরিশাল-খুলনা টাইগার্সের ম্যাচ শেষ হওয়ার আগেই রাজশাহী দলের উপস্থিতি দেখে বিপিএল আয়োজকেরা বোধ হয় স্বস্তির নিশ্বাস ফেলেছেন, যাক নতুন করে আর কোনো বিতর্ক নয়!
প্রেসবক্সে রাজশাহীর মিডিয়া ম্যানেজার এলে তাঁকে সাংবাদিকদের অভিন্ন প্রশ্ন, দলের বিদেশি ক্রিকেটারদের সবাই এসেছেন তো? তিনি জানান, পারিবারিক সমস্যার কারণে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হারিস শুধু মাঠে আসেননি, বাকিরা এসেছেন। মিডিয়া ম্যানেজার এ-ও জানালেন, নতুন করে চেক আর বাউন্স করেনি, সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। বিপিএলের এই বিতর্কিত অধ্যায়ে রাজশাহী দলটি বারবার শিরোনামে এসেছে। পারিশ্রমিক নিয়ে সংকট, চেক বাউন্স, অনুশীলন বর্জন, পারিশ্রমিক না পেয়ে বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বর্জনের মতো ঘটনায় টুর্নামেন্টের ভাবমূর্তিতে লেগেছে কলঙ্কের দাগ।
বিপিএলে এবার বিদেশি তারকা ক্রিকেটারের বড় সংকট। যে কজন তারকা ক্রিকেটার এসেছেন, তাঁদের কাছে নেতিবাচক সব ঘটনা কেমন বার্তা দিয়েছে? খুলনার দেওয়া ১৮৮ রানের বড় লক্ষ্য কাল বরিশাল ৫ উইকেট হাতে রেখে টপকেছে ডেভিড মালানের ৩৭ বলে ৬৩ রানের ইনিংসের সৌজন্যে। ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা মালান বললেন, ‘আমাদের কাজ খেলা, আর কারও কাজ আমাদের সময়মতো পারিশ্রমিক দেওয়া। যদি টাকা থাকে, তবে দল নেওয়া উচিত; না থাকলে নয়, এটাই সিম্পল।’
মালানের পর খুলনা টাইগার্সের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন অস্ট্রেলিয়ার উইলিয়াম বোসিস্টো। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো অজি তারকারা একসময় বিপিএলে খেলেছেন। একই সময়ে বিগ ব্যাশ আর বিপিএলের মান নিয়ে ধারণা থাকায় অস্ট্রেলীয় ক্রিকেটাররা কমই আসেন বিপিএলে। টুর্নামেন্টের পারিশ্রমিক সমস্যা নিয়ে বোসিস্টো বলেন, ‘চুক্তি অনুযায়ী আমি আমার পারিশ্রমিক পেয়েছি। খেলোয়াড় হিসেবে আমাদের দায়িত্ব পারফর্ম করা, নিজের সেরাটা দেওয়া। আর মালিকের দায়িত্ব তাদের চুক্তি পালন করা। যখন এটা হয় না, তখন তা হতাশাজনক। তবে খুলনার সঙ্গে আমার অভিজ্ঞতা দারুণ।’
পারিশ্রমিক না পাওয়া রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা অবশ্য স্পষ্টতই নিজেদের হতাশা প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেছেন, ‘আমরা পেশাদার ক্রিকেটার, খেলার সঙ্গে অর্থপ্রাপ্তিটাও আমাদের জীবনের বড় অংশ। শুরুতে আমরা মনোযোগ দিয়েছিলাম মাঠের খেলায়। কিন্তু লিগের মাঝপথে আমাদের সঙ্গে যা হলো, তা খুবই নিন্দনীয়। আমরা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। এই সমস্যায় আমাদের মানসিক অবস্থা প্রভাবিত হয়েছে, যা আমরা চাইনি।’
বিপিএলের পারিশ্রমিক ইস্যুর খবর ছড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা, এখন যেটি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) নামে পরিচিত, ইতিমধ্যে এ বিষয়ে আলোচনা শুরু করেছে। সংস্থার সিইও টম মোফাট পারিশ্রমিক ইস্যুতে ধুয়ে দিয়েছেন বিসিবিকে। ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরও একবার অর্থ পরিশোধ না করার ইস্যু ওঠাটা হতাশাজনক, যা অনেক বছর ধরেই বারবার ঘটছে।’
ফলে ভবিষ্যতে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষে আন্তর্জাতিক তারকা দূরের কথা, মাঝারি মানের বিদেশি ক্রিকেটারও দলে ভেড়ানো কঠিন হয়ে পড়তে পারে।
পারিশ্রমিক বিতর্কের ভিড়ে বিপিএলের পয়েন্ট টেবিল বেশ জমে উঠেছে। মিরপুরে কাল খুলনাকে হারিয়ে সমান ১৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার রংপুর রাইডার্সকে প্রায় ছুঁয়ে ফেলেছে বরিশাল। যদিও নেট রানরেটে সামান্য পিছিয়ে থেকে এখনো দুইয়ে বরিশাল।
দুপুর থেকে সেই একই ফিসফাস, গুঞ্জন—সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর ম্যাচ খেলতে বিদেশি ক্রিকেটাররা মাঠে আসবেন তো? বিকেলে ফরচুন বরিশাল-খুলনা টাইগার্সের ম্যাচ শেষ হওয়ার আগেই রাজশাহী দলের উপস্থিতি দেখে বিপিএল আয়োজকেরা বোধ হয় স্বস্তির নিশ্বাস ফেলেছেন, যাক নতুন করে আর কোনো বিতর্ক নয়!
প্রেসবক্সে রাজশাহীর মিডিয়া ম্যানেজার এলে তাঁকে সাংবাদিকদের অভিন্ন প্রশ্ন, দলের বিদেশি ক্রিকেটারদের সবাই এসেছেন তো? তিনি জানান, পারিবারিক সমস্যার কারণে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হারিস শুধু মাঠে আসেননি, বাকিরা এসেছেন। মিডিয়া ম্যানেজার এ-ও জানালেন, নতুন করে চেক আর বাউন্স করেনি, সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। বিপিএলের এই বিতর্কিত অধ্যায়ে রাজশাহী দলটি বারবার শিরোনামে এসেছে। পারিশ্রমিক নিয়ে সংকট, চেক বাউন্স, অনুশীলন বর্জন, পারিশ্রমিক না পেয়ে বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বর্জনের মতো ঘটনায় টুর্নামেন্টের ভাবমূর্তিতে লেগেছে কলঙ্কের দাগ।
বিপিএলে এবার বিদেশি তারকা ক্রিকেটারের বড় সংকট। যে কজন তারকা ক্রিকেটার এসেছেন, তাঁদের কাছে নেতিবাচক সব ঘটনা কেমন বার্তা দিয়েছে? খুলনার দেওয়া ১৮৮ রানের বড় লক্ষ্য কাল বরিশাল ৫ উইকেট হাতে রেখে টপকেছে ডেভিড মালানের ৩৭ বলে ৬৩ রানের ইনিংসের সৌজন্যে। ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা মালান বললেন, ‘আমাদের কাজ খেলা, আর কারও কাজ আমাদের সময়মতো পারিশ্রমিক দেওয়া। যদি টাকা থাকে, তবে দল নেওয়া উচিত; না থাকলে নয়, এটাই সিম্পল।’
মালানের পর খুলনা টাইগার্সের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন অস্ট্রেলিয়ার উইলিয়াম বোসিস্টো। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো অজি তারকারা একসময় বিপিএলে খেলেছেন। একই সময়ে বিগ ব্যাশ আর বিপিএলের মান নিয়ে ধারণা থাকায় অস্ট্রেলীয় ক্রিকেটাররা কমই আসেন বিপিএলে। টুর্নামেন্টের পারিশ্রমিক সমস্যা নিয়ে বোসিস্টো বলেন, ‘চুক্তি অনুযায়ী আমি আমার পারিশ্রমিক পেয়েছি। খেলোয়াড় হিসেবে আমাদের দায়িত্ব পারফর্ম করা, নিজের সেরাটা দেওয়া। আর মালিকের দায়িত্ব তাদের চুক্তি পালন করা। যখন এটা হয় না, তখন তা হতাশাজনক। তবে খুলনার সঙ্গে আমার অভিজ্ঞতা দারুণ।’
পারিশ্রমিক না পাওয়া রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা অবশ্য স্পষ্টতই নিজেদের হতাশা প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেছেন, ‘আমরা পেশাদার ক্রিকেটার, খেলার সঙ্গে অর্থপ্রাপ্তিটাও আমাদের জীবনের বড় অংশ। শুরুতে আমরা মনোযোগ দিয়েছিলাম মাঠের খেলায়। কিন্তু লিগের মাঝপথে আমাদের সঙ্গে যা হলো, তা খুবই নিন্দনীয়। আমরা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। এই সমস্যায় আমাদের মানসিক অবস্থা প্রভাবিত হয়েছে, যা আমরা চাইনি।’
বিপিএলের পারিশ্রমিক ইস্যুর খবর ছড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা, এখন যেটি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) নামে পরিচিত, ইতিমধ্যে এ বিষয়ে আলোচনা শুরু করেছে। সংস্থার সিইও টম মোফাট পারিশ্রমিক ইস্যুতে ধুয়ে দিয়েছেন বিসিবিকে। ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরও একবার অর্থ পরিশোধ না করার ইস্যু ওঠাটা হতাশাজনক, যা অনেক বছর ধরেই বারবার ঘটছে।’
ফলে ভবিষ্যতে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষে আন্তর্জাতিক তারকা দূরের কথা, মাঝারি মানের বিদেশি ক্রিকেটারও দলে ভেড়ানো কঠিন হয়ে পড়তে পারে।
পারিশ্রমিক বিতর্কের ভিড়ে বিপিএলের পয়েন্ট টেবিল বেশ জমে উঠেছে। মিরপুরে কাল খুলনাকে হারিয়ে সমান ১৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার রংপুর রাইডার্সকে প্রায় ছুঁয়ে ফেলেছে বরিশাল। যদিও নেট রানরেটে সামান্য পিছিয়ে থেকে এখনো দুইয়ে বরিশাল।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৪ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৬ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৬ ঘণ্টা আগে